August 16, 2025, 10:33 pm
এম এ আলিম রিপন, সুজানগর: সংগ্রাম, ত্যাগ, শ্রদ্ধা ও ভালোবাসায় ৮১ বছরে পা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সাবেক এই প্রধানমন্ত্রীর ৮১তম জন্মদিন উপলক্ষে পৌর বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে সুজানগর পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সুজানগর পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সুজানগর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন সুজানগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল সরদার ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জু শেখ। দোয়া মাহফিলে পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রব, দপ্তর সম্পাদক হযরত আলী, সমবায় বিষয়ক সম্পাদক বাবু মোল্লা, বিএনপি নেতা মোশারফ হোসেন বাদশা, শফিক বিশ্বাস, রহমান শেখ, শরিফুল আলম মিন্টু, শফি বিশ্বাস, আব্দুল হাকিম, এস্কেন প্রামাণিক, আব্দুল হাই, রেজা বিশ্বাস, কুতুবউদ্দিন ও জেলা ছাত্রদলের নেতা এস এম পাপ্পু, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাজেদ বিশ্বাস সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী দোয়া মাহফিলে শরিক হন । দোয়া পরিচালনা করেন পৌর বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মনসুর।
সুজানগর প্রতিনিধি।।