August 17, 2025, 1:41 am
হারুন অর রশিদ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজার দোয়ারা সুনামগঞ্জ সড়কের পাশে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একলাছুর রহমান তালুকদার এর সভাপতিত্বে ও জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মান্নার গাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাইল আলী, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও মান্নার গাঁও ইউনিয়ন বিএনপির সদস্য তারেক আজিজ, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মকবুল হোসেন,আলাউদ্দিন, আব্দুল গফুর খান, আবুল খয়ের, আবু বক্কর, কৃষক দলের সভাপতি খোকন আহমেদ, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মছব্বির আলী, যুবদলের নেতা রেজাউল হক, সবুজ, সাকিল আহমেদ, আব্দুল ছোবান, জবর আলী, সালে আহমদ, আফাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন। আজকের এই দিনটি শুধু একটি জন্মদিন নয়, বরং এটি গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠেছে।দোয়া মাহফিলে দেশনেত্রীর রোগমুক্তি কামনা করেন।