August 16, 2025, 7:28 pm
হারুন অর রশিদ,
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নার গাঁও ইউনিয়ন বিএনপি সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলনের হাতকে শক্তিশালী করতে ঐক্য বদ্ধ হয়ে কাজ করছে।
শুক্রবার (১৫ আগষ্ট) রাতে দোয়ারা সুনামগঞ্জ সড়কের আমবাড়ি বাজারে বিএনপির কার্যালয়ে দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একলাছুর রহমান তালুকদার এর সভাপতিত্বে ও জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মান্নার গাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাইল আলী, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও মান্নার গাঁও ইউনিয়ন বিএনপির সদস্য তারেক আজিজ, বিএনপি আহবায়ক কমিটির সদস্য মো. মকবুল হোসেন, সদস্য আলাউদ্দিন, আব্দুল গফুর খান, আবুল খয়ের, উপজেলা যুবদলের সদস্য কৃঞ্চ মোহন রায়। আবু বক্কর, কৃষক দলের সভাপতি খোকন আহমেদ ওয়ার্ড বিএনপি নেতা মো. মছব্বির আলী, যুবদলের নেতা রেজাউল হক, সবুজ, সাকিল আহমেদ, আব্দুল ছোবান, জবর আলী, সালে আহমদ, আফাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন কলিমউদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে ছাতক দোয়ারাবাজার উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় এই নেতা এখন দলীয় কর্মসূচি বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। কলিমউদ্দিন মিলনের নেতৃত্বে দলের সাংগঠনিক কাঠামো আরও মজবুত হয়েছে। নিয়মিত সভা-সমাবেশ, মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে বিএনপিকে পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন। সাধারণ জনগণের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক পেলে বিপুল ভোটে বিজয়ী হবেন তিনি।