নওগাঁয় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন মঙ্গলবার বেলা ১১টা থেকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই আলোচনাসভার আয়োজন করে।

পর্যটনে নতুন সম্ভাবনা শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের ঐ আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

জাতীয় এবং স্থানীয় পর্যটন স্থান সমূহের সম্ভাবনা সমস্যা এবং তা থেকে উত্তরন ঘটিয়ে কিভাবে সেগুলোকে পর্যটকদের নিকট আকর্ষনীয় করা যায় সে আলোকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশসাক মোহমাম্মদ ইব্রাহীম, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ উত্তম কুমার রায়, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোঃ হারুন-অল-রশিদ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন এবং পাহাড়পুরে কর্তব্যরত টুরিষ্ট পুলিশ পরিদর্শক মোঃ সাজেদুর রহমান।

বক্তাগন জেলার সামাজিকভাবে গড়ে ওঠা বিভিন্ন আকর্ষনীয় ও দর্শনয়ি স্থানগুলোর অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর গুরুত্ব প্রদান করেন।#

রওশন আরা পারভীন শিলা
নওগাঁ জেলা প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *