August 17, 2025, 1:12 am
কেএম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের সহিদ পাহলান ও শিল্পী খানম দম্পতির বড় ছেলে ফেরদৌস হাসান মারুফ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করায় তার পিতা মাতা দেশবাসীর সকলের কাছে দোয়ার প্রার্থনা করেছেন।
এবিষয়ে তার পিতা সহিদ পাহলান বলেন,তার বড় ছেলে ফেরদৌস হাসান মারুফ এসএসসি,এইচএসসি তে আগরপুর মাধ্যমিক বিদ্যালয় ও এইচএসসি অমৃত লাল দে কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেন। অতপর ভর্তি যুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ ( GST ১৯ টি বিশ্ববিদ্যালয়) ভর্তি যুদ্ধে চান্স পেয়ে গৌরব অর্জন করায় শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজনর,বন্ধু-বান্ধব ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
পুত্র ফেরদৌস হাসান মারুফ বলেন,ভবিষ্যতে তিনি উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়া,আমেরিকা,জাপান সহ ইউরোপ কান্ট্রিতে স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে চায়।
তিনি তার উচ্চ শিক্ষার জন্য দেশবাসী সকলের কাছে দোয়ার প্রার্থনা করেন । ফেরদৌস হাসান মারুফ বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রিতে অধ্যায়নরত আছেন।