August 17, 2025, 12:12 am
কে এম শহীদুল সুনামগঞ্জ :
আওয়ামী সরকার পতনের পর সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বিএনপির নবগঠিত কমিটির ইউনিয়ন কমিটিতে ছদ্মবেশে আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী নেতারা বিএনপির কমিটিতে যোগদান করে নিজেদের ফায়দা হাসিল করতে চেয়েছিলেন, কিন্তু তা আর হলনা? বিএনপির নবগঠিত জামালগঞ্জ উপজেলার ইউনিয়ন কমিটি উন্মোচন হওয়ার পরপরই অতীতে আওয়ামীলীগের সুবিধা বাদী ছদ্মবেশী নেতাদের নাম চোখে পরে। জেলা উপজেলার বিএনপির কিছু ত্যাগী নেতারা এতে ক্ষুব্ধ হন। তাছাড়াও বিষয়টি নিউজ পোট্রাল, পত্রিকার মাধ্যমে সামাজিক যোগাযোগে প্রচার হয়। যা জেলা বিএনপির সিনিয়র নেতাদের চোখে পড়ে। তারই প্রেক্ষিতে জেলা বিএনপির সিনিয়র নেতাকর্মীরা ঐসমস্ত অভিযুক্ত ছদ্মবেশী নেতাদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে বিগত দিনে আওয়ামী সংগঠনের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত থাকার সত্যতা পান।পরবর্তীতে গত ১৪ই আগস্ট ২০২৫ইং তারিখ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক, কলিম উদ্দিন আহমেদ মিলন ও আহ্বায়ক কমিটির অন্যতম স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সিনিয়র সদস্য এডভোকেট মোঃ আব্দুল হকের যৌথ স্বাক্ষরিত দলীয় পেডে, ছদ্মবেশী তিন নেতাদের জামালগঞ্জ বিএনপির ইউনিয়ন কমিটি থেকে বহিষ্কারের আদেশ দিয়ে নোটিশ দেওয়া হয়। জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মালেক এবং ২য় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের কাছে। উল্লেখিত নোটিশে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট মোঃ আব্দুল হক জানান, জামালগঞ্জ উপজেলা বিএনপি ঘোষিত ইউনিয়ন কমিটিতে, জামালগঞ্জ উত্তর ৭নং ইউনিয়ন কমিটিতে জিয়াউর রহমান, ৯নং সাচনা বাজার ইউনিয়ন কমিটিতে মফিজ আলী এবং ২নং ফেনারবাক ইউনিয়ন কমিটিতে যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন এই তিন নেতার বিরুদ্ধে বিগত দিনে আওয়ামী রাজনীতির সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত থাকার অভিযোগ এসেছে। পর্যালোচনা শেষে সত্যতা প্রমাণিত হওয়া ঐ তিন নেতাকে জামালগঞ্জ ইউনিয়ন বিএনপি-র আহ্বায়ক কমিটিগুলো থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর এই সিদ্ধান্তকে দ্রুত বাস্তবায়ন করার জন্য জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাস্তবায়ন করবেন এমনটাই উল্লেখ্য রয়েছে ।
এব্যাপারে জামালগঞ্জ উপজেলা উত্তর ইউনিয়ন বিএনপি-র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম মোহন বলেন জেলা কমিটির এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, জেলা কমিটির এই সিদ্ধান্ত জামালগঞ্জ উপজেলা বিএনপির ত্যাগী নেতাদের মনে অনুপ্রেরণা জাগাবে এবং আওয়ামী ফ্যাসিবাদীদের হাত থেকে জামালগঞ্জ বিএনপিকে সুরক্ষিত রাখবে। তিনি আরও বলেন জেলা কমিটির এই সিদ্ধান্ত জামালগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা দ্রুত বাস্তবায়ন করবেন এমনটাই প্রত্যাশা করছি।
এব্যাপারে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন জেলা কমিটির নির্দেশনার চিঠি পেয়েছি অচিরেই অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।##