August 17, 2025, 12:11 am
নিজস্ব প্রতিনিধিঃ
আমার দেশ পত্রিকার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের ওপর অতর্কিত হামলা চালিয়েছে যুবদল ও ছাাত্রদল নেতৃবৃন্দ।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমীর সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন তিনি। আহত সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলকে প্রথমে কোটালীপাড়া হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। সন্ধ্যায় তিনি পেশাগত কাজে উপজেলা চত্ত্বরে যান। শিল্পকলার সামনে গেলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা, যুবদল কর্মী বায়জিদ হাওলাদারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী অতর্কিত হামলা চালায়।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছিলেন।
প্রতক্ষদর্শীসূত্রে জানাগেছে, কালের কন্ঠের সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ কয়েকজন এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এ ঘটনায় কোটালীপাড়া উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক আবুল বাশার দাড়িয়া তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।