স্বরূপকাঠী পৌর বিএনপির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আ-লোচনায় মাহমুদ হোসেন

নেছারাবাদ পিরোজপুর প্রতিনিধি//

পিরোজপুরে স্বরূপকাঠী পৌর বিএনপির নবগঠিত কমিটিকে ফেসবুকে ফটো কার্ড দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনয়ন প্রার্থী মো. মাহমুদ হোসেন। এ বিষয়ে তার দেওয়া শুভেচ্ছা বার্তা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ফটো কার্ডে তিনি লিখেন- স্বরুপকাঠি পৌর বিএনপি কাউন্সিল- ২০২৫ নব-নির্বাচিত সভাপতি কাজী কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাফিজ সিকদার ও সাংগঠনিক সম্পাদক রাসেল কবিরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন- মাহমুদ হোসেন, পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালি, নেছারাবাদ) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এই ফটো কার্ডের নিচের অংশের বা পাশে নিজের ছবি সংরক্ষিত ছিল।

স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী জানান, নবগঠিত কমিটি নিয়ে আগেই দলে নানা মতবিরোধ ছিল। এর মধ্যে মনোনয়ন প্রত্যাশী এক প্রার্থীর প্রকাশ্যে শুভেচ্ছা বার্তা দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ দলীয় পরিমণ্ডলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য করছেন।

মোহাম্মদ বশির আহমেদ নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় আপলোডকৃত কমেন্টে লিখেন, “দলীয় ঐক্য ও সংগঠনকে শক্তিশালী করতে এই নতুন কমিটি হবে অগ্রণী ভূমিকার বাহক। আমরা একসাথে কাজ করব গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সফলতা আনতে।”

ফেসবুক পোস্টের কমেন্টে সুজন বাহাদুর নামে এক ব্যক্তি লিখেছেন, একজন এমপি প্রার্থী ফটো কার্ডের নিচে নিজের ছবি লাগিয়ে নিজের অবস্থানকে ছোট করেছে। এটা নিছক ছেলেমানুষী ও নন পলিটিক্যাল নেতার পরিচয়। সবখানে দেখেছি নেতাদের ছবি ফটো কার্ডের উপরে থাকে এখানে দেখছি উল্টো। বাহ্!!

মাসুদ পারভেজ নামে অন্য একজন ব্যক্তি কমেন্টে লিখেছেন, নবগঠিত স্বরূপকাঠি পৌর বিএনপির কাউন্সিলে বিজয়ীদের নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ও মেসেঞ্জার গ্রুপে নিজের ছবি দিয়ে শুভেচ্ছা ফটোকাত করা ঠিক হয়নি। ভাই বিতর্ক হবার আগে পোস্ট ডিলিট করে দিন।

এ বিষয়ে মাহমুদ হোসেন বলেন, “আমি দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ দেখতে চাই। যে-ই দায়িত্ব পাক না কেন, আমাদের মূল লক্ষ্য আওয়ামী সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার।”

উল্লেখ্য, গত ১৩ আগস্ট বুধবার স্বরূপকাঠি পৌর বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ব্যালটের মাধ্যমে সভাপতি হিসেবে কাজী মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে মো. মাইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ সিকদার ও রাসেল কবির নির্বাচিত হন। দলীয় রাজনীতিতে এই ঘটনাকে কেন্দ্র করে এখন স্বরূপকাঠী ও পিরোজপুরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

আনোয়ার হোসেন
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *