August 15, 2025, 7:09 pm
বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা সেতুর নিচে সম্প্রতি স্থাপিত বিটুমিন মিক্সচার প্লানে আজ ভোরে চুরির ঘটনা ঘটেছে। ভোর ৫টা ৩০ মিনিটের দিকে নৈশ্যপ্রহরী মো. শাহআলম হাং চুরির শব্দ টের পেয়ে চোর-চোর বলে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দুই চোরকে ধরে ফেলেন।
ধৃতদের মধ্যে একজন আলফা ড্রাইভার এবং অপরজন পেশাদার চোর হিসেবে স্থানীয়দের কাছে স্বীকার করেন। তার নাম আল আমিন খলিফা (৪২)। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মো. কবির আইকন, মো. আনিচ আকন, মো. মানিক আইকন ও সুমন তামিদার ঘটনাস্থলে গিয়ে প্লানের মালিকপক্ষকে খবর দেন। চোরকে আটক রেখে সকাল ১১টার দিকে মালিকপক্ষের উপস্থিতিতে বিষয়টি বাবুগঞ্জ থানাকে জানানো হয়।
থানার ওসি’র নির্দেশে এসআই মান্নান দুই সঙ্গীসহ ঘটনাস্থলে গিয়ে আটক চোরকে থানায় নিয়ে যান। জিজ্ঞাসাবাদে আল আমিন খলিফা তার আরও দুই সহযোগীর নাম প্রকাশ করেন— মো. রাব্বি তালুকদার (পিতা ভুট্টো তালুকদার) ও মো. খায়রুল তালুকদার (৩৫), উভয়ের ঠিকানা লাফাদি, পোস্ট: মাধবপাশা, থানা: এয়ারপোর্ট।
চোরেরা প্লানের জেনারেটরের ব্যাটারি ও মোটা তার কেটে নিয়ে যাচ্ছিল, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে।