August 15, 2025, 7:07 pm
বায়জিদ হোসেন, মোংলা।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে ১৫ আগস্ট শুক্রবার সন্ধ্যায় মোংলার চাঁদপাই ইউনিয়ন বিএনপির আয়োজনে উত্তর চাঁদপাই বাজারে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত এ আলোচনা সভায় চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম শেখ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বাচ্চু’র সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ রুস্তম আলী, বিএনপি নেতা বাবুল হোসেন রনি ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা নজরুল ইসলাম, মধু বাদশাহ্, মোঃ সেলিম, লাভলু গোলদার, হাফিজুর রহমান, বুলবুল আহমেদ, আলামিন মোড়ল, স্বেচ্ছাসেবক দলের নেতা মহসিন ফকির, ইশারাত হোসেন, যুবদল নেতা মোঃ শাহ আলম শিপন, নুর মোহাম্মদ, এমরান হোসেন, ফারুক গোলদার, ছাত্রদল নেতা শেখ সিফাতুল্লাহ শুভ, প্রমূখ।
আলোচনায় সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার সংগ্রামী চেতনাকে ধারণ করার আহ্বান জানিয়ে বলেন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। এ ছাড়াও বিএনপি’র ৩১ দফার আলোকে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া পরিবারের জন্য দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মার মাগফিরাত কামনা করা হয়।