February 5, 2025, 2:13 pm
মোঃ কাউছার ঊদ্দীন শরীফ ঈদগাঁওঃ
গোপন সংবাদের নিক্তিতে পশু পাচারের অভিযোগে বিভিন্ন জেলা উপজেলার ৫জন কে গ্রেফতার করেন কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশ। এ সময় দুইটি ট্রাক বোঝাইকৃত ২২টি গরু উদ্ধার করা হয়।
মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর রাত ৪ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাফকির মাজার গেইটে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হালিমের নেতৃত্ত্বে এসআই কাজী গোলাম মহিউদ্দিন, এসআই মোঃ মিরাজ হোসেন,এসআই গিয়াস উদ্দিন , এএসআই মোঃ ইব্রাহিম মিয়া সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানা এলাকার শাহ ফকিরাবাজার সংলগ্ন ডুলাফকির মাজার গেইটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর হইতে ০২ টি ট্রাকের মধ্যে বোঝাইকৃত ২২টি মায়ানমার হতে আগত গরু এবং উক্ত কাজের সাথে জড়িত ৫ যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্ত আসামীরা হলেন, চন্দনাইশ থানার সাতবাড়ীয়া এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে মোঃ এসকান্দর মিয়া,একই এলাকার আঃ ছমদের ছেলে জাহাঙ্গীর আলম,রামু থানার পাকরিকাটা এলাকার বাসিন্দা মৃত আঃ হাশেমের ছেলে সাইফুল ইসলাম, চন্দনাইশ থানার কাশিমপুর বড়পাড়া এলাকার বাসিন্দা মৃত নেজামত আলীর ছেলে জাহাঙ্গীর আলম,রাউজান থানার নোয়া পাড়া এলাকার বাসিন্দা মৃত দুলা মিয়ার ছেলে মোঃ শফিউল আলম।
এ ব্যাপারে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হালিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।