তারাগঞ্জে সেনাবাহিনীর হাতে ৩১০ পি-স ট্যা-পেন্টাডল ট্যাব-লেটসহ ১ মা-দক ব্যব-সায়ী আট-ক

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক কারবারী আটক। বুধবার (১৩ আগস্ট) দিনগত রাত আনুমানিক ১.৩০ টায় উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ারজুম্মা বাজার থেকে সুজন(২৪) নামের মাদক ব্যবসায়ীকে আটক করে সেনাবাহিনী।

জানা যায়, খিয়ার জুম্মা বাজারে একটি মাদক চক্র বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট বেচাকেনা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) ইউনিট খুয়ারজুম্মা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় সুজন নামের মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে আটক করে। তার কাছ থেকে ৩১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন এবং ৯৯০ টাকা উদ্ধার করা হয়। ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল অভিযান পরিচালনায় করেন।
পরে আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক বলেন, সুজন নামে একজনকে মাদক সহ সেনাবাহিনী আটকের পর থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *