মাগুরার শ্রীপুরে এই প্রথম অর্থো-পেডিক্স ডাক্তারের আগ-মন, স্বস্তিতে শ্রী-পুরবাসী

মাগুরা প্রতিনিধি ।

মাগুরার শ্রীপুর ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে এই প্রথম অর্থোপেডিক্স ডাক্তার নিয়মিত রোগী দেখছেন এবং অপারেশন করছেন ডাক্তার অমিত কুমার বিশ্বাস। তিনি প্রতি শুক্রবার রোগী দেখছেন এবং নিয়মিত অপারেশন করছেন। ব্যয়বহুল অপারেশন স্বল্প মূল্যে হওয়ায় শ্রীপুরবাসীর জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত হয়েছে। এমনকি শ্রীপুরের মত জায়গায় অর্থোপেডিক্স ডাক্তারের নিয়মিত রোগী দেখা ও অপারেশন করায় উপজেলাবাসীর মধ্যে দারুন আগ্রহের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলার রামনগর গ্রামের উরুর হাড় ভেঙে যাওয়া রোগী জহুরুল ইসলামের মেয়ে জুঁই জানান, প্রায় মাস দেড়েক আগে সড়ক দুর্ঘটনায় আমার বাবার উরুর হাড় ভেঙে যায়। টাকার অভাবে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছিলাম। বর্তমানে অবস্থা খুব খারাপ, অপারেশন করা জরুরি হয়ে পড়েছে। ঢাকা, মাগুরাসহ বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়েছি অপারেশনের জন্য অনেক টাকা চেয়েছে। কিন্তু এখানে অনেক কম খরচে অপারেশন করেছি। আমরা শ্রীপুরের মানুষ, শ্রীপুরের মত জায়গায় এত বড় অপারেশন করা সম্ভব হলে অনেক সুবিধা হবে।

এ বিষয়ে ডাক্তার অমিত কুমার জানান, আমি ডি-অর্থো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্পন্ন করেছি। আমি এখন থেকে নিয়মিতভাবে হাড় জোড়া, হাড় ভাঙাসহ যাবতীয় শিরা রোগের চিকিৎসা করছি। আমি নিয়মতি শ্রীপুর ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে রোগী দেখছি। এখন থেকে আর আপনাদের ঢাকা, ফরিদপুর, যশোর এবং মাগুরা যেতে হবে না। সকল প্রকার জটিল ও কঠিন অপরেশন ও ডায়াগনস্টিক সেবা অতি স্বল্প মূল্যে আপনাদের দিতে পারবো বলে আশা করছি।

এ বিষয়ে ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের ম্যানেজার অপূর্ব কুমার বিশ্বাস জানান, আমাদের প্রতিষ্ঠানে ডাক্তার অমিত কুমার বিশ্বাস নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও তিনি নিয়মিত অপারেশন করছেন। কয়েকদিন আগে তিনি একটা অপারেশন করছেন এবং তিনি সফল হয়েছেন। আজ থাই ভাঙা এক রোগীর অপারেশন করা হয়েছে। এ অপারেশনে রোগী এবং রোগীর স্বজনেরা সবাই খুশি। আমরা শ্রীপুরবাসীকে বলছি, আপনারা শ্রীপুর ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে আসেন। আমরা আপনাদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে সর্বদা প্রস্তুত। এছাড়া আমাদের এখানে নিয়মিত বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখছেন। তাই আপনারা আসুন উন্নত স্বাস্থ্য সেবা গ্রহন করুন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *