August 14, 2025, 6:44 pm
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
১. ১০ আগস্ট ২০২৫, রবিবার, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
২. ১১ আগস্ট ২০২৫, সোমবার, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। একই দিনে বিভিন্ন বিভাগে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
৩. ১১ আগস্ট ২০২৫, সোমবার, জুলাই শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের গবেষণাগারে বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করে এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
৪. ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘কোনটাকে বলি সংবাদ?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
৫. ১৩ আগস্ট ২০২৫, বুধবার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে সকল অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নে এবং শিক্ষক সঙ্কট সমাধানে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সম্পন্ন শিক্ষার্থীদের টিচিং অ্যাসিস্টেন্ট হিসেবে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।
৬. ১৩ আগস্ট ২০২৫, বুধবার, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের প্রথম অন্ত:বিভাগীয় মুট কোর্ট প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়।
৭. ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরের উন্নতিকল্পে পুরোহিত নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে যাতায়াতের রাস্তা সংস্কার, প্রহরী মোতায়েন প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
৮. ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, প্রশাসনিক ভবনের পিছনে ওয়াক্তিয়া মসজিদ স্থাপনের নকশা অনুমোদন করা হয়েছে। যেখানে পুরুষ ও নারী মুসল্লিদের আলাদা নামাজের ব্যবস্থা থাকবে।
৯. ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, জন্মাষ্টমী উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
১০. ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ডিবেটিং সোসাইটিকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
১১. ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, কর্মকর্তা ও কর্মচারীদের ডিজিটাল হাজিরা ব্যবস্থা প্রচলনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।