মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ

শহিদুল ইসলাম,
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইতহের মহেশপুরে পিচের রাস্তায় উপর নিম্ন মানের ইট ভাটার ঘ্যাস নামক মাটির কাঁদা দেওয়ায় পিচলে পড়ছে চলন্ত মোটরসাইকেল, ভোগান্তি পাচ্ছে পথচারিরা।
কাঁদা পানি নিরশনের জন্য মহেশপুর উপজেলার এস’বিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপির ৯নং ওয়ার্ড কাকিলাদাড়ী গ্রামের মেইন সড়কে পিচ রাস্তার উপর দেওয়া হয়েছে নিম্ন মানের ইট ভাটার ঘ্যাস নামক কাঁদা মাটি, এতে পিচলে পড়েছে একাধিক চলন্ত মোটরসাইকেল চরম ভোগান্তিতে জনসাধারণ।

বিষয়টি নিযে স্বরজমিন গিয়ে দেখা যায় ইউপির ৯ নং ওয়ার্ড কাকিলাদাড়ী গ্রামের কাঁটাখালি হইতে গ্রামে যেতে মেইন সড়কে কাঁদা পানি নিরশনে মানুষ ও যান চলাচলের জন্য এস’বিকে ইউপি চেয়ারম্যান পাঁকা সড়কের উপর নিম্ন মানের ইটের ঘ্যাস দেয়, যাহা ইট ভাটার ঘ্যাস নামক কাঁদা মাটি।

এব্যাপারে কাকিলাদাড়ী গ্রামে বসবাসকারি ও ষ্টাম্প ভ্যান্ডারি ও মহেশপুর বাস মালিক সমিতির সভাপতি এম এ ওয়াদুদ বলেন, বর্ষা মৌসুমে কাঁদা ও গর্ত ভরাটে গত দুই দিন আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাস্তার উপর এই নিম্ন মানের ঘ্যাস মাটি দিয়ে চলাচলের অনুপযোগী করে।
এতে গত দুই দিনে আমি সহ ৮/১০টি মোটরসাইকেল পিচলে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এছাড়া কৃষকের চাষাবাদ বহনকারী পাওয়ার টিলার সহ পথচারীরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবিষয়ে ৯নং ওযার্ড ইউপি সসস্য বিপুল হোসেন জানান এব্যাপারে তার কিছুই জানা নেই। বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান নুথান চৌধুরীর সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *