গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যু-ব দিবস-২০২৫ পালিত

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।

”প্রযক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পরে গোপালগঞ্জ জেলা যুবউন্নয়ন থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত ৮০ জনের মধ্যে সনদ ও ৩৮ লক্ষ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *