সুজানগর পৌরসভায় সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

এম এ আলিম রিপন,সুজানগর ঃ ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সুসংহত করার লক্ষ্যে পাবনার সুজানগরে সামাজিক সম্প্রীতি কমিটির অনুষ্ঠিত হয়েছে। সুজানগর পৌরসভার আয়োজনে বুধবার পৌরসভার সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে¡ ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি কমিটির সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সুজানগর মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি একিউএম শামসুজ্জোহা বুলবুল, এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম,পৌর কাউন্সিলর জাকির হোসেন, মুশফিকুর রহমান সাচ্চু,জায়দুল হক জনি, পাশু সরদার,আব্দুর রহিম,সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম সিদ্দিকুর রহমান প্রমুখ। সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তৃতায় পৌর মেয়র বলেন, একটি মহল গুজব ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তারা একেক সময় একেক বিষয় নিয়ে গুজব সৃষ্টি করে। সবাইকে চোখ কান খোলা রেখে সকল প্রকার গুজব থেকে সতর্ক থাকতে হবে দুস্কৃতিকারীরা যাতে মাথাচারা দিতে না পারে এবং বাংলাদেশকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে হেয় করতে না পারে। সামনে দূর্গাপুজাসহ বিভিন্ন কর্মকান্ড রয়েছে। তাই সবাইকে সর্তক থাকার আহ্বান জানানোর পাশাপাশি কোন অসঙ্গতি দেখলে প্রশাসনকে অবহিত করার অনুরোধ করেন তিনি ।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *