কয়রা উপজেলা বিএনপির নেতা নুরুল আমিন বাবুলের ব-হিষ্কারাদেশ প্র-ত্যাহারের দা-বিতে মা-নববন্ধন

শেখ তৈয়ব আলী, খুলনা।।

খুলনা কয়রা উপজেলার উদ্দোগে সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সাত ইউনিয়েনের সর্বস্তরের জনগনের উপস্থিতিতে মানববন্ধন পালিত হয়।
জাতীয়তাবাদী ওলামা দলের মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক বিএনপির সহ সভাপতি এস এম বায়জিদ হোসেন বাচ্চু। প্রায় ঘন্টাব্যাপী উপজেলার প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রধান অতিথি এস এম বায়জীদ হোসেন বাচ্চু বলেন, আমি দীর্ঘ ১৮ বছর নিউইয়র্কে নির্বাসিত জীবনযাপন করি। নিউইয়র্ক থেকে খুলনা জেলা বিএনপির সকল প্রকার আন্দোলন সংগ্রামের ও সভা সমাবেশে সহযোগিতা করে আসছি। আগামী নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়রা- পাইকগাছায় এমপি প্রার্থী হিসেবে মনোনীত করলে কয়রা ও পাইকগাছায় গত ২৫ বছরে কোন এমপি কয়রা ও পাইকগাছায় যে উন্নয়ন না করতে পারেনি। দীর্ঘ দিন যাবত কয়রা ও পাইকগাছা বাসী নদী ভাংগনসহ নানা সমস্যায় জর্জরিত রয়েছে। দল ( বিএনপি) মনোনয়ন দিলে তিনি ইনশাআল্লাহ নির্বাচিত হলে অনুন্নত কয়রা ও পাইকগাছার মানুষের জন্য উন্নয়ন মুলক কর্মকান্ড করবেন। অবহলিত কয়রাকে আধুনিকায়নের কার্যকরি পদক্ষেপ গ্রহন করা হবে। আঠারো মাইল থেকে কয়রার সড়কের সম্প্রসারনসহ উন্নয়ন কাজ করা হবে। কয়রার সাত উপজেলায় নারীদের কর্মসংস্হানের ব্যবস্হা করা হবে। বিএনপি নেতা বাচ্চু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে মনোনিত করলে এতো দিন জামাত- আওয়ামী লীগর এমপিদের কাছে যে প্রত্যাশা পুরন না হয়েছে তিনি একে একে তাদের সকল প্রত্যাশা পুরন করবেন বলে আশ্বস্ত করেন। কয়রার সাত ইউনিয়েনের সর্বস্তরের মানুষ স্বতস্ফুর্ত ভাবে তাকে খুলনা -৬ আসনে ধানের শীষের কান্ডারী হিসাবে দেখতে চায়। তিনি কয়রা উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ অতি সত্বর প্রত্যাহারের জন্য বিএনপির নিতিনির্ধারকদের কাছে দাবি জানিয়েছেন। সর্বপরি তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট কয়রার সকল শ্রেনীপেশার মানুষের প্রানপ্রিয় মানুষ বাবুলকে দলের স্ব পদে বহালের জোর দাবি জানিয়েছেন।
তিনি আরো বলেন, কয়রা ও পাইকগাছার কিছু কুচক্রী মহলের ভুল তথ্যের ভিত্তিতে বাবুলকে দলের উর্ধতন নেতৃবৃন্দ বহিষ্কার করেছেন বলে অভিযোগ করেন। যাদের কারনে অত্র এলাকায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন মানববন্ধনে বক্তারা।
নিউইয়র্ক বিএনপি নেতা বাচ্চু বলেন, গত ১৭ বছর তারা বিদেশে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে রেমিট্যান্স বন্ধসহ সকল আন্দোলনে নানা ভাবে অংশ নিয়েছিলেন। দেশে এবং খুলনা জেলা বিএনপির সকল সভা সমাবেশে আর্থিকসহ নান সহযোগিতা করেছেন বলে উল্ল্যেখ করেন।
পরে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ব্রিফিং করেন নিউইয়র্ক বিএনপির সহ সভাপতি এস এম বায়েজীদ হোসেন বাচ্চু। তিনি সর্বশেষ সাংবাদিকদের মাধ্যমে অতি সত্বর উপজেলা বিএনপির নুরুল আমিন বাবলুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব পদে অধিষ্ঠিত করার জোর দাবি জানান। তিনি কয়রা ও পাইকগাছা উপজেলার প্রান্তিক কৃষক, শ্রমিক, জনতার দাবি কয়রার কৃতি সন্তান হিসাবে এস এম বায়েজীদ হোসেন বাচ্চুকে ধানের শীষের পক্ষে মনোনয়নের দাবি জানানো হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *