জুলাই শ-হীদদের স্মরণে গোবিপ্রবিকে এসকায়েফের গবেষণা সহায়তা প্রদান

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

জুলাই শহিদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের গবেষণাগারে বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করেছে এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

আজ বেলা সাড়ে ১১টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের হাতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা গবেষণা সরঞ্জামাদি তুলে দেন। এরমধ্যে রয়েছে মাইক্রোস্কোপ, ল্যাকটোমিটার, অটোক্লেভ মেশিন, সিঙ্গেল চ্যানেল মাইক্রোপিপেট অ্যান্ড প্লেট, পিএইচ মিটার ও বিভিন্ন ধরনের টেস্ট কিট।

এ সময় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, এসকায়েফ প্রতিনিধি ডা. প্রাণ গোপাল চক্রবর্তী ও ডা. মো রাজিবুল হাসানসহ এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহায়তা প্রদান করায় এসকায়েফের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ইতোমধ্যে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষার্থীদের নিবন্ধন দেয়া শুরু করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *