মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গড় (১১ আগস্ট)সোমবার সকাল ১১:০০টায় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লাডলার, সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় সাংবাদিকরা তুহিন হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন। বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যম স্বাধীনতা হুমকির মুখে পড়বে।
তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন আবদুল মালেক,কালীগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি , আসাদুজ্জামান সাজু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামঙ লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক, রমজান আলী,রিপোর্টস ক্লাব কালীগঞ্জ লালমনিরহাট, আরো উপস্থিত ছিলেন মশিউর রহমান তরু, সভাপতি রিপোর্টাস
ক্লাব কালীগঞ্জ লালমনিরহাট, হাসমত উল্লাহ,
সাধারণ সম্পাদক রিপোর্টাস ক্লাব কালীগঞ্জ লালমনিরহাট। কালীগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,কালীগঞ্জ রিপোর্টাস ক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব, সহ আরও অনেকে।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে হত্যা করা শুধু নৃশংস নয়, এটি গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার ওপর চরম আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
হাসমত উল্লাহ ।
Leave a Reply