August 10, 2025, 4:38 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সাংবাদিক তুহিন হ-ত্যার বি-চারের দা-বিতে মুরাদনগরে  বাংলাদেশ সাংবাদিক সমিতির মা-নববন্ধন ৮০ নং শাহাপুর পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষকের অ-পসারনের দা-বিতে মা-নববন্ধন গোপালগঞ্জ সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট টিমের নতুন কমিটি ঘো-ষণা রুপলালের লা-শ মহা-সড়কে রেখে বিচা-রের দা-বিতে স্থানীয়দের মহা-সড়ক অ-বরোধ আশুলিয়ায় ৮টি অটোরিকশাসহ দুই চো-র গ্রে-ফতার সাংবাদিক তুহিন হ-ত্যা মা-মলার আ-সামিদের দ্রু-ত গ্রে-ফতার-অ-ভিযানিক দল পুরস্কৃত সারাদেশে ভে-জাল ও মে-য়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে অনেকেই কোটি কোটি টাকার মা-লিক আশুলিয়ায় ৫ বছরেও নাজমা গ-ণধর্ষণ ও হ-ত্যা মাম-লার বি-চার পায়নি ভু-ক্তভোগী পরিবার সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের ব-হিষ্কারাদেশ প্র-ত্যাহারের দা-বিতে মা-নববন্ধন সাংবাদিক তুহিনের খু-নিদের গ্রে-প্তার ও ফাঁ-সির দা-বিতে গোপালগঞ্জে মান-ববন্ধন
দিনাজপুর মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরু-দ্ধে মি-থ্যা অ-পপ্রচারের প্র-তিবাদে শিক্ষার্থীদের বিক্ষো-ভ

দিনাজপুর মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরু-দ্ধে মি-থ্যা অ-পপ্রচারের প্র-তিবাদে শিক্ষার্থীদের বিক্ষো-ভ

দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

১০ আগস্ট রবিবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক চত্বরে এসে শেষ হয়। এতে সবকটি ব্যাচের ২শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইন্টার্ণ ডাক্তার জীবন, ৩০ তম ব্যাচের তৌফিকুল ইসলাম তানিম, মেহেদী হাসান, ৩৩ ব্যাচের সাদাকাত রাফীদ প্রমূখ।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, বলেন, আওয়ামী সরকারের পতনের পর জুলাই-আগস্টে অধ্যাপক ডা. শেখ সাদেক আলী অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দক্ষ নেতৃত্বে কলেজটি ইতিমধ্যে জাতীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করেছে এবং সর্বশেষ ২৯তম ব্যাচের অসাধারণ ফলাফল এই অগ্রগতির প্রমাণ। তিনি শিক্ষার্থীদের স্নেহ ও যত্নে পড়াশোনা করাচ্ছেন এবং কলেজকে আধুনিক ও শিক্ষা-বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কাজ করে যাচ্ছেন। একটি চক্র রাতের আঁধারে শহরের বিভিন্ন স্থানে কুরুচিপূর্ণ ও মিথ্যা অপবাদ সম্বলিত পোস্টার লাগিয়েছে, যা অধ্যক্ষের সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যেই করা হয়েছে।

তারা আরও বলেন, “রাতের আঁধারে চোরের মতো যারা আমাদের সুনামধন্য অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পোস্টার লাগিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

পরে শিক্ষার্থীরা ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর সম্বলিত অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

অধ্যাপক ডা. শেখ সাদেক আলী বলেন, “দায়িত্ব গ্রহণের পর আমি কলেজকে আধুনিক রূপ দেওয়ার অঙ্গীকার করেছি। শিক্ষার্থীদের ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। তবে রাতের আঁধারে আমার বিরুদ্ধে কুৎসা রটানো আমাকে
মানসিকভাবে কষ্ট দিয়েছে।”

উল্লেখ্য, গত ৩ আগস্ট গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে পদত্যাগের দাবি জানিয়ে পোস্টার লাগানো হয়। পরে সচেতন নাগরিক ও পেশাজীবীরা পোস্টারগুলো ছিঁড়ে ফেলেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD