গোপালগঞ্জে যুবদল নেতার দা-ফন স-ম্পন্ন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক শরীফুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় জেলা শহরের পৌর কবরস্থান মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়।

জানাযার নামাজে মরহুমের পরিবারের সদস্য, এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গসহ গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ মাহমুদ কবির আলী, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম হামিদুল হক দুলাল, গোপালগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর কবির হোসেন, সাবেক কাউন্সিলর খায়রুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি কামাল হোসেন, গোপালগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসনিক কর্মকর্তা মোঃ হারুনর রশীদ, সাংবাদিক জি এম সবুজ প্রমুখ অংশ নেন।

জেলা যুবদলের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম গত ১ আগষ্ট সৌদি আরবে জুম্মার নামাজ আদায়কাল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। গত ৮ আগষ্ট রাতে তার মরদেহ গোপালগঞ্জ জেলা শহরের নিজ বাড়ীতে আনা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পূত্র ও এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *