August 9, 2025, 6:59 pm
মংচিন থান প্রতিনিধি ।।
বরগুনার তালতলীতে শনিবার ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ পালন করা হয়েছে।
এবারের প্রতিপাদ্য ছিল- ‘আদিবাসী অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সমর্থক প্রয়োগ’।
আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে শনিবার সকাল ১০টায় রাখাইন সম্প্রদায়ের নারী-পুরুষের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। র্যালি শেষে তালতলী কারিতাস ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মি: মংথিনজো। বক্তব্য দেন রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মি: মংচিন থান, কবিরাজ পড়া শীলসুখ বৌদ্ধ বিহারের সভাপতি মি: জোলেন, ঠাকুরপাড়া বৌদ্ধ বিহারের সভাপতি মি: চোওয়েন সে, সমাজসেবক মি: অংতেন তালুকদার, উন্নয়ন কর্মী মিসেস চান্দা ওয়েন ও মিসেস এমেন প্রমুখ।
বক্তারা সরকারের কাছে ৯ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে পালনের দাবি জানান। পাশাপাশি রাখাইনদের জন্য আলাদা ভূমি কমিশন গঠন, ছাত্র-ছাত্রীদের জন্য রাখাইন ভাষা শিক্ষা, সংস্কৃতি সংরক্ষণ ও সংস্কারের জন্য তালতলীতে রাখাইন বৌদ্ধকৃষ্টি একাডেমী পুনঃপ্রতিষ্ঠা, ১৯৫০ সালের প্রজাস্বত্ব আইন পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং ভূমি ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনষ্টকারীদের শাস্তির দাবি উত্থাপন করেন।
তালতলী প্রতিনিধি ।।