August 10, 2025, 11:38 am
এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা :
বগুড়া: দেশের শীর্ষ স্থানীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা বেডো’র (BEDO) বার্ষিক বাজেট ও পরিকল্পনা বিষয়ক কর্মী সম্মেলন ৮ আগস্ট বগুড়ার হিরাঝিল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংস্থার নির্বাহী পরিচালক ড. তাসনিম আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেডো’র সাধারণ পরিষদ সদস্য সৈয়দা খানম। সম্মেলনটি সংস্থার আগামী এক বছরের কর্মপন্থা নির্ধারণ এবং কর্মীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সায়েদা খানম বেডো’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বেডো যেভাবে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি বেডো’র বাজেট ও পরিকল্পনাকে বাস্তবসম্মত এবং টেকসই মনে করি। বিশেষ করে, কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে তাদের যে পরিকল্পনা, তা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, উন্নয়নের মূল চাবিকাঠি হলো অন্তর্ভুক্তি, যা বেডো তাদের সকল কার্যক্রমে প্রাধান্য দিচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে বেডো’র পরিচালক (কার্যক্রম) মোঃ আতাউর রহমান বলেন, “বেডো সরকারের সহযোগী হিসেবে কাজ করছে এবং স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে তাদের অংশগ্রহণ সরকারের কাজকে আরও সহজ করে তুলেছে।” তিনি আশা প্রকাশ করেন, বেডো’র নতুন পরিকল্পনা বাস্তবায়নে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা প্রত্যেকেই উন্নয়নের সৈনিক। আপনাদের পরিশ্রম ও নিষ্ঠাই এই সংস্থার সাফল্যের মূল ভিত্তি।”
বাজেট ও পরিকল্পনার বিস্তারিত
সম্মেলনে উপস্থাপন করা বাজেট ও পরিকল্পনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সরবরাহ, জৈব সার উৎপাদন এবং বাজারজাতকরণে সহায়তা করা, গ্রামীণ এলাকায় শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর আধুনিকীকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ, নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের ব্যবস্থা এবং তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরিতে সহায়তা। সম্মেলনে উপস্থিত কর্মীরা নতুন বাজেট ও পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে বাস্তবসম্মত ও অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এই নতুন লক্ষ্যমাত্রা তাদের আরও বেশি অনুপ্রাণিত করবে। বেডো’র উপপরিচালক (হিসাব ও অর্থ) রায়হান হোসেন এবং আদমদীঘি এলাকা ব্যবস্থাপক মোঃ আনিসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারাও সম্মেলনে বক্তব্য দেন। বেডো এনজিওর এই নতুন বাজেট ও পরিকল্পনা বাস্তবায়িত হলে তা দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়। অনুষ্ঠানে সকল শাখা ব্যবস্থাপক, হিসাব রক্ষক, সিও, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।