August 7, 2025, 7:59 pm
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের চাঁন্দুড়িয়া ইউনিয়ন (ইউপি) যুবদলের উদ্যোগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ৭ আগষ্ট বৃহস্পতিবার চাঁন্দুড়িয়া ইউনিয়ন (ইউপি) যুবদলের উদ্যোগে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মাহফিজুর রহমান রিমনের সঞ্চালনায় ও সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সীর সভাপতিত্বে সাফিনা পার্কে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন,তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার,ফিরোজ কবির, মানিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাইহানুল হক রায়হান,নাসির উদ্দিন বাবু, বিপ্লব,জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ও তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন,গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ ও সদস্য সচিব কাউসার উদ্দিন প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। এদিন আলোচনা সভার আগে জুলাই-আগস্ট আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।এদিকে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের আগমন ঘিরে দিনভর
গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে সাফিনা পার্কে হাজারো নেতাকর্মীর ঢল নামে। এদিন নেতা ও কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।