August 7, 2025, 7:20 pm
এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা:
সিলেট: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী এক বিশাল বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে। এই অভিযানের মূল প্রতিপাদ্য “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি।” বাহিনীর মহাপরিচালক এর নির্দেশে এই কার্যক্রম শুরু হয়েছে এবং চলবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। বৃহস্পতিবার, ৭ই আগস্ট, সিলেট রেঞ্জের বিভিন্ন উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সিলেট জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ মাঠে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস। তিনি নিজ হাতে একটি গাছের চারা রোপণ করে এই মহতী উদ্যোগের সূচনা করেন। কর্মসূচি শেষে উপমহাপরিচালক দেশ, জাতি এবং আনসার বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় সিলেট জেলা কমান্ড্যান্ট, অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সারা দেশ ব্যাপী ছড়িয়ে পড়ছে সবুজ আন্দোলন এই অভিযানের আওতায় দেশজুড়ে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। বাহিনীর মহাপরিচালক’র দূরদর্শী নির্দেশনায় আনসার-ভিডিপি’র সদস্যরা প্রতিটি রেঞ্জ, ব্যাটালিয়ন, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে স্থানীয় জনগণকে এই কার্যক্রমে যুক্ত করছেন। এর ফলে এটি শুধুমাত্র একটি প্রাতিষ্ঠানিক কর্মসূচি নয়, বরং একটি সামাজিক আন্দোলনে রূপ নিচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে এক দিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, তেমনি জীব বৈচিত্র্যও সুরক্ষিত হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর এই কার্যক্রম তাদের সামাজিক দায়িত্ব বোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বৃক্ষরোপণ অভিযান-২০২৫ পরিবেশগত উন্নয়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক নতুন বার্তা বহন করছে। এটি প্রমাণ করে যে, সবুজায়ন শুধু একটি কর্মসূচি নয়, বরং একটি মহৎ সামাজিক আন্দোলন। এই সময়োপযোগী এবং প্রশংসনীয় পদক্ষেপের মধ্য দিয়ে আনসার বাহিনী একটি সুন্দর ও সবুজ ভবিষ্যৎ গড়ার পথে অগ্রণী ভূমিকা পালন করছে।