ওসি জাকির সিকদারের দৃঢ় নে-তৃত্বে আলোচিত লিটু হ-ত্যা মামলার প্র-ধান আ-সামি মি-ল্টন গ্রে-ফতার

বরিশাল বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।

বরিশালের কাশিপুরে আলোচিত লিটু হত্যা মামলার প্রধান আসামি পাঁচদিন পলাতক থাকা মিল্টনকে গ্রেফতার করেছে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে কাশিপুর ইউনিয়নের পূর্ব বাগানবাড়ি এলাকায় আত্মীয়ের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এই সফল অভিযানটি পরিচালিত হয় এয়ারপোর্ট থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ জাকির সিকদার এর নেতৃত্বে। তার দক্ষতা, বিচক্ষণতা ও অটল অবস্থানেই সম্ভব হয়েছে এই গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেফতার করা।

ওসি জাকির সিকদার বলেন,

এই মামলার সাথে জড়িত যেই হোক, সে যত বড় ক্ষমতাধরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।”

পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, পাঁচদিন ধরে আত্মগোপনে থাকা মিল্টনের অবস্থান শনাক্তের পর তাৎক্ষণিক অভিযান চালানো হয়। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু আলামতও জব্দ করা হয়েছে, যা তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।

প্রসঙ্গত, লিটু হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মামলায় মিল্টন ছিলেন ৫ নম্বর আসামি এবং হত্যার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে ওসি জাকির সিকদার ও তার টিম যেভাবে তৎপরতা দেখিয়েছেন, তা সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি আস্থা আরও বাড়িয়ে তুলেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *