August 7, 2025, 3:22 pm
প্রেস বিজ্ঞপ্তি।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের কারণে অনুযায়ী ০৬ আগস্ট ২০২৫ খ্রি: তারিখে নিম্ন বর্ণিত ০৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, কুড়িগ্রাম বরাবর মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি হচ্ছে:
০১। সাবিনা জাফরী (৪৬), মেসার্স টেস্টি স্ন্যাকস এন্ড বেকারী, হোল্ডিং- ৮৬৭, কলেজ রোড, সদর, কুড়িগ্রাম; পণ্য- কেক, মিস্টি ও ফার্মেন্টেড মিল্ক, মামলা নং- ৬৯৯/২৫
০২। মোঃ আলমগীর গাজী (৩৫), মেসার্স আতিফা ফুড প্রোডাক্টস, পূর্ব কল্যাণ বেলগাছা (বিসিক শি/ন), সদর, সদর, কুড়িগ্রাম; পণ্য- চিপস, মামলা নং- ৭০০/২৫
০৩। মোঃ এরশাদুল হক (৩৭), মেসার্স এরশাদুল ট্রেডার্স, ভেলাকোপা, মাঠেরপাড়, সদর, সদর, কুড়িগ্রাম; পণ্য- সয়াবিল তেল ও আচার, মামলা নং- ৭০১/২৫
০৪। মোঃ বেলাল হোসেন (২৭), মেসার্স আল-আকসা আইসক্রিম ফ্যাক্টরী, টাপুরচর, বুড়িরহাট, হলোখানা, সদর, সদর, কুড়িগ্রাম; পণ্য- ফার্মেন্টেড মিল্ক ও আইসললি, মামলা নং- ৭০২/২৫
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।