April 3, 2025, 11:15 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ঈদের ছুটিতে পাইকগাছার বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভীড় পাইকগাছায় অনাবৃস্টি আর তীব্র তাপদাহে আমের গুটি ঝরে পড়ছে; দুশ্চিন্তায় চাষীরা নড়াইলের লাহুড়িয়ায় ভাংচু-র ও লু-টপাট চাখারের ভার্চুয়ালী প্রধান উপদেষ্টার প্রেস সচিব: মেধাবী প্রজন্মের মাধ্যমে বাংলাদেশ স্বগৌরবে ফিরাতে চায় সরকার গোদাগাড়ীতে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও ফয়সাল আহমেদ ধামইরহাটে সড়ক দুর্ঘট-নায় নি-হত ১ আহত ৪ বাবুগঞ্জের (আগরপুরে) ঈদ শুভেচ্ছা জানাতে বিএনপি নেতা ব্যারিস্টার আসাদ গাইবান্ধা জেলা সমিতি রংপুর এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রামের মানুুষ ধানের শিষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায়, হাজী আল মামুন ঈশ্বরগঞ্জে এতিম-প্রতিবন্ধীদের নিয়ে ঈদের দিন ইউএনও’র মধ্যাহ্ন ভোজ
বিনোদন প্রেমীদের পদভারে মুখরিত হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক

বিনোদন প্রেমীদের পদভারে মুখরিত হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
রাজধানী হতে দেশের উত্তর ও দক্ষিনাঞ্চলের মানুষদের যাতায়াতের অন্যতম পথ হলো হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক। চলনবিলের উপর দিয়ে রাস্তাটি বয়ে যাওয়ায় শষ্য ভান্ডার খ্যাত চলনবিল মহাসড়কও বলা হয়ে থাকে।হাটিকুমরুল রোড গোলচত্বর হতে তাড়াশের শেষ সীমা পর্যন্ত মহাসড়টিতে ১০ টি ব্রীজ/সেতু আছে।ঈদে বিনোদন প্রেমীদের ঘোরাঘুরির জন্য চলনবিলের ৯/১০ নং ব্রিজসহ মহাসড়কের বেশ কয়েকটি বিনোদন স্পটে পরিণত হয়েছে।
এবারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের দিন আজ সোমবার বিকেলে উৎসব মুখর ছিল এই মহাসড়কের বিভিন্ন স্পটগুলো।ঈদের দিন নানা ব্যস্ততার কারণে যারা ঘুরতে বের হতে পারেননি,তারাও ঘুরবে ঈদের পরে।তবে এবারে এবারে চলনবিলে পানি না থাকায় নৌকায় ঘুরে আনন্দ করতে পারেন নাই অনেক ভ্রমণ পিপাসুরা।তবুও ঈদের দিন বিকেলে হাজার হাজার বিনোদন প্রেমীরা তাদের প্রিয়জনদের নিয়ে ভীড় করেন চলনবিলের ৯ ও ১০ নং ব্রীজে।অবসরে তারা সময় কাটান মুক্ত এলাকা এ মহাসড়কে।শুধু তাই নয়,হাজার হাজার বিনোদন প্রেমীদের সমাগম ঘটে নাইমুড়ি “স্বপ্ন বিলাস” কফি হাউস,হরিন চড়া,দবিরগঞ্জ (কলাবাগান), চেয়ারম্যান পার্কসহ মহাড়কের ২ নং গোজা ব্রীজে। বিনোদন প্রেমীদের পদভারে মুখরিত হয়ে উঠে এ মহাসড়ক। ঈদে মহাসড়কের প্রায় জায়গাতেই বিনোদন প্রেমীদের ছিল উপচে ভীড়।মহাসড়কের কিছু কিছু স্থানে বেপরোয়া মোটর সাইকেল, ইজিবাইক,মাইক্রো গাড়ির দুর্ঘটনারও খবর পাওয়া গেছে।
অপ্রীতিকর ঘটনা প্রতিরোধসহ তরুণ-তরুণীদের ভীড় এড়াতে পুলিশের টহলও ছিল লক্ষনীয়। কামারখন্দের মুগবেলাই গ্রামের বিনোদন প্রেমী মহাসড়কের “স্বপ্ন বিলাস” কফি হাউসে ঘুরতে আসা রিয়া- হাসু দম্পতি বলেন, ঈদের ছুটিতে নিজেদের মত করে সময় কাটাতে ঘুরতে বের হয়েছি।
মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মুক্ত এলাকায় ঘুরে অনেক মজা করলাম।অপর দিকে স্বপরিবারে আসা সলঙ্গার হোসেন আলী জানান,সবাইকে নিয়ে বসার মত তেমন পরিবেশ না থাকলেও ঈদের দিন বিকেলে হাটিকুমরুল হতে চলনবিল মহাসড়কের ১০ নং ব্রীজের ছোট্ট বটগাছটির নিচে প্রবাহিত ঠান্ডা বাতাসের মজা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চটপটি খেতে আমাদের দারুণ মজা লাগছে।একই এলাকা সলঙ্গার নজরুল ইসলাম মাস্টার,ডা: জাহিদুল ইসলাম,পোস্ট অফিস স্টাফ জেলহক হোসেন সাংবাদিকদের বলেন,কর্মজীবনে বেশির ভাগ সময় ব্যস্ত থাকায় দলবেঁধে তেমন ঘুরতে আসা হয় না।তাই ঈদের দিন বিকেলে সবাই মজা করে ১০ নং ব্রীজে ঘুরতে এসে আমাদের অনেক ভালো লাগছে।
হাটিকুমরুল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান,পবিত্র ঈদ আসলেই মহাসড়কের হাটিকুমরুল-১০ নং ব্রীজ পর্যন্ত এলাকায় বিনোদন প্রেমীদের উপচে পড়া ভীড় জমে।তাই অপ্রীতিকর ঘটনা ও দুর্ঘটনা এড়াতে প্রতি বছরের মত এবারেও মহাসড়কে পুলিশের টহল অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD