August 6, 2025, 9:26 pm
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র সাংবাদিক, কলামিস্টদ মোঃ হায়দার আলী দাদা শশুর, হরেজ মাষ্টার, আজমাল হোসেনের বাবা কামাল উদ্দীন ( ১০৭) ৫ আগষ্ট, দিবাগত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
চাঁপাই জেলার সদর উপজেলার আলিনগর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কিছুদিন পূর্বে ২ মেয়ে ইন্তেকাল করেছেন।
সকাল ১১ টা ৩০ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার
খালঘাট গোরস্থানে নামাজের জানাজা শেষে দাফন করা হয়। মরহুমের নামাজের জানাজায় ইমামতি করেন ৩য়. ছেলে মোঃ বাবর আলী। মরহুম কামাল উদ্দীন মসজিদ, মাদ্রাসা, সমাজ সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন, ধার্মিক, নামাজ ও ইসলামের পথে সবাই আহ্বান করতেন। তার জানাজায় গণমানুষের উপস্থিতি প্রমান করে তিনি কতটা ভাল মানুষ ছিলেন। সবচেয়ে বয়স্ক মানুষটির মৃত্যুর খবরে এলাকার আশে পাশের বাতাস ভারী হয়ে উঠে, কে কাকে শান্তনা দিবে যেন ভাষা হারিয়ে ফেলেছেন।
বড় ছেলে হরেজ আলী মাষ্টার ও ছোট ছেলে মেহেদী জানান, ১০৭ বছর বয়সে আমাদের বাবা তেমন কোন ঔষুধ গ্রহন করে নি। ঠিকভাবে চলা ফেরা, করতেন, কোন প্রকার অসুবিধা হতো না। খাওয়া দাওয়া করতেন কোন অসুখ ছিল না। জলকর, পুকুর, মাছের ব্যবসা করতেন। ভারত ও দেশের অনেক লোক আমার আব্বাকে চিনতেন। ব্যবসার কারনে বাড়ী আসতেন তিনিও তাদের বাড়ীতে যেতেন। মা নিগারজান বেগম ২০০২ ইং সালে মারা জান। আমরা ৫ ভাই ও ৫ বোনসহ আত্নীয়স্বজন বাবার বিয়ে দেয়ার চেষ্টা করেছিলাম। বাবা দ্বিতীয় বিয়ে করতে কোন সময় রাজি হন নি। বাবা সব সময় বলতেন, আমার সাথে আমার মায়ের দোয়া আছে। আল্লাহ আমাকে সুস্থ্য রেখেছেন, ছেলে মেয়েসহ সবাই আমার সে, খাবার দেয়া, সেবা যত্ন করছেন দ্বিতীয় বিয়ের প্রয়োজন নেই। ছোট আবস্থায় গ্রামে কলেরা হয়েছিল, তিনিও কলেরায় আক্রান্ত হয়েছিলেন। ওই সময় অনেক লোক মারা গিয়েছিল, কামাল উদ্দীনের মা আল্লাহর নিকট প্রার্থানা আল্লাহ আমার প্রাণের বিনিময়ে আমার ছেলেকে সুস্থতা দান করুন। বিধাতার লিখন না যায় খন্ডন। আল্লাহ মায়ের দোয়া কবুল করে নিয়ে মাকে পৃথিবী থেকে তুলে নিয়ে ছেলে কামাল উদ্দীনকে সুস্থতা দান করেছিলেন। এটাই মা ছেলে ভালবাসা। আল্লাহ সব কিছু করতে পারেন। সবার নিকট আব্বার জন্য একটায় চাও দোয়া যেন আব্বকে আল্লাহ জান্নাতবাসী করেন।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।