August 7, 2025, 3:28 pm
নিজস্ব প্রতিবরদক, রাজশাহীঁঃ গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলার একাধিক মামলায় আসামী হয়ে দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলেন হুন্ডি মুকুল নামে পরিচিত ব্যবসায়ী মোখলেসুর রহমান মুকুল। বুধবার (৬ আগস্ট) ভোর ছয়টার দিকে কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
কক্সবাজার সদর থানার ওসিইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
রাজশাহী নগরীর কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর মহল্লার বাসিন্দা মুকুলের নামে ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তৎকালীন পুলিশ প্রধানের কাছে পাঠানো প্রতিবেদনে হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা পাচারের তালিকায় রাজশাহীর মূল হোতা হিসেবে মুকুলের নাম ২ নম্বরে ছিল।
এক দশক আগেও পাড়ায় মুদিদোকান চালাতেন মুকুল। এখন তিনি হাজার কোটি টাকার মালিক। আওয়ামী লীগের আমলে তাকে আগলে রেখেছিলেন সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
মুকুল তার কালো টাকা সাদা করতে ঠিকাদারী ব্যবসায় নাম লিখিয়েছিলেন। গত কয়েক বছরে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রায় ৩০০ কোটি টাকার কাজ করেছেন তিনি। এছাড়া সাবেক এমপি আসাদকে গাড়ি উপহার দিয়ে বাগিয়ে নিয়েছিলেন গোদাগাড়ী উপজেলার একটি বালুমহাল।
আওয়ামী লীগ সরকারের পতনের পরও এবার বালুমহালটি ইজারা পেয়েছেন মুকুল। আত্মগোপনে থাকা অবস্থায় ডিসি অফিসে গিয়ে বালুমহাল ইজারার চুক্তিপত্রে স্বাক্ষরও করেছিলেন। বিষয়টি জানাজানি হলে সে সময় রাজশাহীতে বিক্ষোভও হয়েছিল।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।