August 6, 2025, 9:26 pm
পটুয়াখালী প্রতিনিধিঃ
ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ১ বছর পূর্তি ও ঐতিহাসিক গনঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপি’র পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয়।
পটুয়াখালী জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির হোসেনের আয়োজনে সদর উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক সালাম হাওলাদার সায়েম এবং সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন ঘরামীর নেতৃত্বে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি আউয়াল আকন, সহ-সভাপতি সাইফুল হাওলাদার,সহ-সভাপতি ছত্তার বয়াতী, সহ-সাধারন সম্পাদক নইমুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক শিপন, সহ-দপ্তর সম্পাদক দেলোয়ার মোল্লা, প্রকাশনা সম্পাদক বজলু মীর, জেলা শ্রমিক দলের সদস্য আব্দুর রব মোল্লা। এসময় পৌর শ্রমিক দল, অটোরিকসা শ্রমিক দল সহ সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের শ্রমিক দলের নেতৃবৃন্দ।
বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এ,বি,এম মোশারোফ হোসেন। সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির নবনির্বাচিত সাধারন সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির ১ নং সদস্য মোস্তাক আহম্মেদ পিনু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাহাবুব কাজী, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট কবির হোসেন সহ জেলা যুবদল, জেলা ছাত্রদল, জেলা মৎসজীবি দল, জেলা কৃষক দল এবং বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এই বিজয় র্যালিতে হাজারো জনতার অংশগ্রহনে জনসমুদ্রে পরিনত হয় পটুয়াখালী শহর।