April 3, 2025, 11:14 pm
কে এম সোহেব জুয়েল ঃ দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর সারা দেশের মুসলিম উম্মাহর ঘরে ঘরে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ। যার যার অবস্থান থেকে নুতন কাপর চোপরের সাজে সজ্জিত হয়ে নিজ সামাজিক ময়দানে বিগত দিনের হিংসা বিদ্যেশ কে ভুলে গিয়ে কাঁধে কাঁধ রেখে সারিবদ্ধ ভাবে ঈদের নামাজ পরছেন ধর্মপ্রান মানুষ।
তারি ধারাবাহিকতায় সকল ভেদাভেদ ভুলে গিয়ে গৌরনদী উপজেলার ৭ নং সরিকল ইউনিয়নের পশ্চিম হোসনাব গ্রামের জামে মসজিদ ময়দানে সোমবার (৩১ মার্চ) ওই সমাজের সকল ধর্মপ্রান মানুষ সকাল ৮ টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের মধ্য দিয়ে সমগ্র বিশ্ব বাসির সুখ সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাতের সামিল হন। নামাজ শেষে একে অপরের সাথে বুক মিলিয়ে কুশালাদি বিনিময় করেন।