August 7, 2025, 12:57 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের স্মরণে আজ ভালুকা উপজেলা হলরুমে পালিত হলো ‘গণঅভ্যুত্থান দিবস’। দিবসটি উপলক্ষে সকালেই একটি র্যালি উপজেলা হলরুম থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার হলরুমে ফিরে আসে। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় তিনি তার বক্তব্যে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন এবং বলেন, ‘এই আন্দোলন প্রমাণ করেছে যে তরুণ প্রজন্মই পারে জাতির গতিপথ পরিবর্তন করে একটি সুন্দর ভবিষ্যৎ গঠন করতে।’ তিনি শিক্ষার্থীদের সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের সাহসিকতা, বিচক্ষণতা এবং সংগঠিত প্রচেষ্টাই দেশজুড়ে এক নতুন জাগরণের সৃষ্টি করেছিল, যা নতুন দিন নিয়ে এসেছে। অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন এবং ভালুকা মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং জুলাই বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত ছাত্র জনতার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, “জুলাই বিপ্লব ছিল স্বৈরাচার, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে একটি সাহসী ছাত্র-জনতার জাগরণ। এই চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে—একটি গণতান্ত্রিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনের পথে।”
কর্মসূচির শেষভাগে বক্তারা দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন এবং গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।