August 6, 2025, 11:32 pm
সুমন খান:
বর্তমান সরকারের দুঃশাসন, দমননীতি ও ছাত্র গণহত্যার প্রতিবাদে এবং ইতিহাসের কুখ্যাত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা, খুনি নিখিল ও কুখ্যাত ভূমিদস্যু খুনি ডিপজলসহ সকল আওয়ামী দোসরদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৃহত্তর মিরপুরের ছাত্র-জনতা।
মানববন্ধনটি অনুষ্ঠিত হয় আজ বিকেল ৪টায় রাজধানীর দারুস সালাম টাওয়ারের সামনে, দারুস সালাম সড়কে। এতে বিপুলসংখ্যক ছাত্র, যুবক, নারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত হয়ে ফ্যাসিবাদবিরোধী স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে।
নির্যাতনের বিচার ও ন্যায়বিচারের দাবিতে উত্তাল জনতা
আয়োজকরা বলেন,
দেশের ছাত্রসমাজ, যুবসমাজ এবং সাধারণ মানুষ আজ জেগে উঠেছে। ইতিহাসের নির্মমতম ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার নেতৃত্বে যারা দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও শিক্ষাঙ্গনকে ধ্বংস করেছে—তাদের বিচারের দাবিই আজকের মানববন্ধনের মূল বার্তা।
তারা আরও বলেন,
“যারা ছাত্রদের রক্তে হাত রাঙিয়েছে, যারা ভূমি লুট করে সাধারণ মানুষের শেষ আশ্রয়টুকু কেড়ে নিয়েছে—তাদের শাস্তি না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। এই আন্দোলন শুধুই শুরু। গণদাবির চাপে সরকারকে মাথা নত করতেই হবে।
উল্লেখযোগ্য উপস্থিতি:
মানববন্ধনে উপস্থিত ছিলেন—
সাইদুল ইসলাম সাইদুল, সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল; বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী, ৯ নং ওয়ার্ড
সেলিনা হাফিজ, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক, মহিলা দল
রাজীব আহম্মেদ, সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল
সোহেল রহমান, সদস্য, যুবদল ঢাকা মহানগর উত্তর
আরিফ মৃধা, সায়েম মন্ডল, বাবুল মিয়া, আবুল কালাম, ইকবাল মাহমুদ রিপন, যুগ্ম আহ্বায়ক ও নেতৃবৃন্দ, দারুস সালাম থানা বিএনপি
আবুল বাঁশার ভূঁইয়া, মাসুদ আক্তার পলাশ, আব্দুস সালাম চৌধুরী, মোঃ নাসির, যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ, মিরপুর থানা বিএনপি
গিয়াসউদ্দিন দেওয়ান, সোলায়মান দেওয়ান, যুগ্ম আহ্বায়ক, শাহ্আলী থানা বিএনপি
মোঃ শামীম আহমেদ, বশির আহমেদ, মীর আবু বক্কর সিদ্দিক মাকসুদ, সোহেল রানা, ৭–১০ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ
মোঃ আফজাল হোসেন, শাকিল আহম্মেদ স্বপন, মনসুর আহমেদ, শাহরিয়ার দিল খায়ের শিপু, ১১–১২ নং ওয়ার্ড বিএনপি
কে.এম. ইয়াহিয়া সামী, মির্জা মাসুদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল (মিরপুর ও দারুস সালাম থানা)
মোখলেসুর রহমান মোখলেস, অনিক রহমান, আকিল আহম্মেদ অনিক, ওমর নাঈম, ইঞ্জিনিয়ার রুমন আহমেদ, ছাত্রদল নেতৃবৃন্দ
নিপা, সেলিনা আক্তার কণিকা, জোৎস্না বেগম, মহিলা দল (মিরপুর থানা)
মোঃ জাকিরুল আলম, সদস্য সচিব, দারুস সালাম থানা ওলামা দল
উপসংহার:
এই মানববন্ধনের মাধ্যমে রাজধানীর রাজপথে আরেকবার জনগণের ক্ষোভ, ঘৃণা ও ন্যায়বিচারের প্রত্যাশা দৃশ্যমান হলো। আয়োজকরা জানিয়েছেন, আন্দোলন চলবে এবং দেশের প্রতিটি এলাকায় এই গণআন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।