August 6, 2025, 10:53 pm
সিরাজগঞ্জ প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুথানে নিহতদের কবরে শ্রদ্ধাঞ্জলী,গণমিছিল,বিজয় মিছিল,আলোচনা সভা,দোয়াসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে আজ মঙ্গলবার সলঙ্গায় গণঅভ্যুথান দিবস পালিত হয়।এ উপলক্ষ্যে সলঙ্গা থানা জামায়াত,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে কর্মসুচী পালন করেন।সলঙ্গা থানা শাখা জামায়তের উদ্যোগে সলঙ্গা ডিগ্রী কলেজ জামে মসজিদ হতে বাদ আছর গণমিছিল বের করা হয়।সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীদের দোয়া,আলোচনা সভা ছাড়াও উৎসব মুখর পরিবেশে নানা কর্মসুচী পালিত হয়।অনুরুপ ভাবে সলঙ্গা ডিগ্রী কলেজ,সলঙ্গা ফাজিল মাদ্রাসা,সলঙ্গা মহিলা কলেজ,সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়,সলঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়,দাদপুর জি.আর ডিগ্রী কলেজ,ফুলজোড় ডিগ্রী কলেজসহ থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গণঅভ্যুথান দিবস পালন করেন।এ ছাড়াও জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক সলঙ্গা থানা শাখার আয়োজনে সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আছর শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।