শহী-দ মাহফুজের কবর জিয়া-রত করলেন মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধ:

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর এলাকায় পুলিশের গুলিতে শহীদ হওয়া ১০ম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমানের কবর জিয়ারত করেছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের বাইনতলা গ্রামে মাহফুজের পিতা আব্দুল মান্নান হাওলাদারকে সঙ্গে নিয়ে তাঁর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মতলুবর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, সমাজসেবা অফিসার গৌতম বিশ্বাস, বিআরডিবি কর্মকর্তা, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, খাদ্য কর্মকর্তা দ্রুব্য মন্ডল এবং আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরে শহীদ মাহফুজসহ ‘জুলাই বিপ্লবে’ শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কবর জিয়ারতের সময় মাহফুজের পিতা আব্দুল মান্নান ও মা বেগম বিবি কান্নায় ভেঙে পড়েন। আবেগঘন কণ্ঠে আব্দুল মান্নান বলেন,
“আমার সন্তানসহ অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট তাড়িয়ে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। ওই আওয়ামী ফ্যাসিস্ট যেন আর এ দেশে ফিরতে না পারে সেদিকে সকলে খেয়াল রাখবেন।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *