August 6, 2025, 5:33 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
আশুলিয়ায় মা-দকের কা-রবার ও দে-হব্যবসা ফি-টিংবা-জদের কাছে সাধারণ মানুষ জি-ম্মি ১২জনকে আ-টক বকশীগঞ্জে ইউএনও মাসুদ রানার নে-তৃত্বে দুই শহী-দের স-মাধিতে পুষ্পস্তবক অ-র্পণ তিতাস গ্যা-সের অ-বৈধ সংযোগ বি-চ্ছিন্ন অ-ভিযানেও অতিরিক্ত চু-লা ব-ন্ধ করতে ব্য-র্থ ক-র্মকর্তারা স-ক্রিয় হচ্ছে ভ-য়ংকর চ-রমপন্থী সন্ত্রা-সী বিভিন্ন অ-পরাধমূলক ক-র্মকাণ্ড বৃ-দ্ধির আ-শঙ্কা সলঙ্গায় জুলাই বিপ্ল-বে শহী-দদের স্ম-রণে দোয়া গ-ণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষ্যে সুজানগরে জামায়াতের বিশাল গ-ণমিছিল স্বৈ-রাচারী হা-সিনার পত-নের বর্ষপূতি উপলক্ষ্যে সুজানগরে সেলিম রেজা হাবিবের নে-তৃত্বে বিশাল বিজয় মি-ছিল সুজানগরে বিএনপির উদ্যোগে বি-শাল বিজয় মিছি-ল শাজাহানপুরে রা-জনীতিতে এক নিবেদিত প্রা-ণ মোঃ আরমান মন্ডল রামগড়ে বিজ-য় র‍্যালি”তারুণ্যের প্রথম ভোট ধা-নের শীষের পক্ষে
জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির ক-মিটিতে

জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির ক-মিটিতে

কে এম শহিদুল্লাহ,
সুনামগঞ্জ প্রতিনিধি:
আওয়ামী সরকার পতনের পর সুনামগঞ্জের জামালগঞ্জের আওয়ামীলীগ কর্মী জিয়াউর রহমান জিয়া বিএনপির কমিটিতে যোগদান করেছেন। গত ১৫ বছর আওয়ামী লীগের গুনগান গেয়ে সব ধরনের সুবিধা ভোগ করে এবার বিএনপির দলে যোগদান করে কমিটির মধ্যে জায়গা করে নিচ্ছেন অনেকে। যার মধ্যে অন্যতম রয়েছেন সাবেক আওয়ামী লীগের সক্রিয় কর্মী জামালগঞ্জ উপজেলাধীন উত্তর কামলা বাজ গ্রামের বাসিন্দা মোঃ হারিছ মিয়ার পুত্র ১৫ বছরের আওয়ামী লীগের সক্রিয় কর্মী জিয়াউর রহমান জিয়া। আওয়ামী লীগ সরকার পতনের পর নিজের রুপ পাল্টিয়ে বনে গেছেন বিএনপি নেতা। বর্তমানে তিনি গত ৩১/৭/২০২৫ইং তারিখে জামালগঞ্জ উপজেলার ০৬নং উত্তর ইউনিয়ন বিএনপির (শংশোধিত) আহব্বায়ক কমিটির সদস্য হিসেবে কমিটিতে তালিকাভুক্ত হন। তার এই রুপ বদলের ডিগবাজি দেখে হতভঙ্গ হয়ে অবাক হন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা? তাকে নিয়ে এলাকাজুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়।
জানা যায় জিয়ার আপন মামা মোহাম্মদ আলী,জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি থাকাকালীন সময়ে সুনামগঞ্জ -১ আসনের আওয়ামী লীগের বিতর্কিত এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে মামা সম্বোধন করে তার পরিবারের সদস্যরা সকল সুযোগ সুবিধা নিয়েছেন । এছাড়াও পরে যখন ঐ আসনে নৌকার প্রার্থী হিসেবে এডভোকেট রঞ্জিত সরকার আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পান তখন জিয়াউর রহমান জিয়া ও তার সহোদর দুই ভাই শহিদুল ইসলাম ও আতাউর রহমান নৌকার পক্ষে প্রতিটি নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভাবে সরাসরি অংশগ্রহন করেন।
শুধু তাই নয় বিগত সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী এডভোকেট রঞ্জিত সরকার এর পক্ষে তাদের নিজ সেন্টারে নৌকা মার্কার প্রার্থীকে বিপুল পরিমাণ ভোট দিয়ে পাশ করানোর জন্য চ্যালেঞ্জ করেন এবং সেই নির্বাচনে নৌকার প্রার্থী রঞ্জিত সরকার বিজয়ী হন। এমপি হওয়ার পর এডভোকেট রঞ্জিত সরকার হয়ে যায় তাদের পারিবারিক সম্পর্কের আত্মীয়। আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন ১৫ বছর আওয়ামী লীগের এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সুসম্পর্ক স্হাপন করে আওয়ামী লীগের প্রতিটি মিটিং মিছিলসহ সকল কার্যক্রমে অংশগ্রহণ করেন দল বদলের রুপকার জিয়াউর রহমান জিয়া ও তার ভাইয়েরা।অন্যদিকে বিগত দিনে বিএনপির কোন কার্যক্রমে তাদের পাওয়া যায়নি? তার এই রুপ বদলের কারণ জানতে চাইলে
জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মোহন জানান ২০১৩ সালে ঘরে ঘরে ঘুরেও বিএনপির কমিটিতে আসার জন্য লোক পাইনি ? আওয়ামী লীগের ভয়ে কেউ বিএনপিতে যোগদান করতে এগিয়ে আসেনি। আমরা জেল জুলুম তোয়াক্কা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করি। এখন বিএনপির ভাল সময়ে কিছু সুযোগ সন্ধানী আওয়ামী ফ্যাসিবাদী কিছু দালালরা ছদ্মবেশে বিএনপির কমিটিতে যোগদান করছে। তাদের মধ্যে জামালগঞ্জ ৬নং উত্তর ইউনিয়নের জিয়াউর রহমান জিয়ার নাম উঠেছে? আমি জেলা কমিটির কাছে দাবী জানাই এদের মতো চোদ্দবেশিদের যেন তদন্তের মাধ্যমে সাংগঠনিক ভাবে কমিটি থেকে বহিষ্কার করে বিএনপি দলকে সুসংগঠিত করেন এবং ত্যাগী নেতা কর্মীদের কমিটিতে সুযোগ দেওয়া হয়l
এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি আমার জানা নেই এখন শুনেছি, তবে আওয়ামী লীগের সাথে জিয়াউর রহমান জিয়ার সম্পৃক্ততার সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।##

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD