August 5, 2025, 7:44 pm
এম এ আলিম রিপন,সুজানগরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাবনা-২ (সুজানগর উপজেলা -বেড়া আংশিক) আসনে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতা বাংলাদেশ জামায়াতে ইসলামির ঘোষিত সংসদ সদস্য প্রার্থী দলটির সুজানগর উপজেলা শাখার আমির ও পাবনা-২ (সুজানগর উপজেলা -বেড়া আংশিক) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে,এম হেসাব উদ্দিন ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফারুক-ই-আযম ও সেক্রেটারী টুটুল হুসাইন বিশ্বাসসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গণসংযোগকালে বিভিন্ন হাট-বাজার, দোকান ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন জামায়াত প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিন। এ সময় তিনি বলেন, মানুষের অধিকার রক্ষায় ইসলামি রাজনীতির বিকল্প নেই। আমরা ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণের জন্য মাঠে নেমেছি।
তিনি আরও বলেন, দেশে ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে নৈতিক নেতৃত্বের প্রযোজন। ইসলামি মূল্যবোধে বিশ্বাসী রাজনীতিই পারে সেই শূন্যতা পূরণ করতে। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হলে জনগণের দুঃখ-কষ্ট লাঘবে নিরলসভাবে কাজ করব।
সোমবার জামায়াতের নেতাকর্মীরা জানান, গণসংযোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবং জামায়াত প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আস্থাভাজন প্রার্থী হিসেবে বিবেচনা করছেন পাবনা-২ আসনের জনগণ।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।