August 5, 2025, 7:42 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
আশুলিয়ায় মা-দকের কা-রবার ও দে-হব্যবসা ফি-টিংবা-জদের কাছে সাধারণ মানুষ জি-ম্মি ১২জনকে আ-টক বকশীগঞ্জে ইউএনও মাসুদ রানার নে-তৃত্বে দুই শহী-দের স-মাধিতে পুষ্পস্তবক অ-র্পণ তিতাস গ্যা-সের অ-বৈধ সংযোগ বি-চ্ছিন্ন অ-ভিযানেও অতিরিক্ত চু-লা ব-ন্ধ করতে ব্য-র্থ ক-র্মকর্তারা স-ক্রিয় হচ্ছে ভ-য়ংকর চ-রমপন্থী সন্ত্রা-সী বিভিন্ন অ-পরাধমূলক ক-র্মকাণ্ড বৃ-দ্ধির আ-শঙ্কা সলঙ্গায় জুলাই বিপ্ল-বে শহী-দদের স্ম-রণে দোয়া গ-ণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষ্যে সুজানগরে জামায়াতের বিশাল গ-ণমিছিল স্বৈ-রাচারী হা-সিনার পত-নের বর্ষপূতি উপলক্ষ্যে সুজানগরে সেলিম রেজা হাবিবের নে-তৃত্বে বিশাল বিজয় মি-ছিল সুজানগরে বিএনপির উদ্যোগে বি-শাল বিজয় মিছি-ল শাজাহানপুরে রা-জনীতিতে এক নিবেদিত প্রা-ণ মোঃ আরমান মন্ডল রামগড়ে বিজ-য় র‍্যালি”তারুণ্যের প্রথম ভোট ধা-নের শীষের পক্ষে
রংপুর জোনের টিএমএসএস’র কর্মশালা অ-নুষ্ঠিত

রংপুর জোনের টিএমএসএস’র কর্মশালা অ-নুষ্ঠিত

জি এম রাঙ্গা :

বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের রংপুর ডোমেইনের নিয়ন্ত্রিত রংপুর জোন কর্তৃক আয়োজিত জোনের কার্য অগ্রগতি পর্যালোচনা, টেকসই উন্নয়ন কার্যক্রম ও ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটের ওপর দিন ব্যাপী এক কর্মশালা ৪ আগষ্ট টিএমএসএস’র রংপুর জোনাল কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। টিএমএসএসের রংপুর জোন প্রধান মোঃ ময়নুল হক প্রধান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন অপারেশন-৪ রংপুর ডোমেইনের, ডোমেইন প্রধান সহকারী পরিচালক মোঃ শাহীন মিয়া। এ কর্মশালায় জোনের তিনটি রিজিওনের রিজিওন প্রধান ও ২০ টি শাখা প্রধান অংশ নেয়। প্রধান অতিথি বলেন, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে আমরা নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে চাই। তরুণদের উদ্যোক্তা করতে হলে তাদের মধ্যে সে মোতাবেক কাজ করার জন্য মাঠ কর্মকর্তাদের প্রতি তিনি আহবান জানান। তিনি বলেন টিএমএসএস সারা দেশে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়ে সারা দেশে কাজ করছে। তিনি কর্মকর্তাদের নতুন নতুন প্রকল্প চিহ্নিত করে সে মোতাবেক কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিএমএসএসের রংপুর জোনের, জোন প্রধান মোঃ ময়নুল হক প্রধান। কর্মশালায় রংপুর জোনের তিনটি রিজিওনের, রিজিওন প্রধান যথাক্রমে মর্ডান রিজিওন প্রধান মোঃ খলিলুর রহমান, রংপুর রিজিওন প্রধান মোঃ মাহফুজুর রহমান ও দামুর চাকলা রিজিওন প্রধান মোঃ রফিক আল আজির নিজ নিজ রিজিওনের কর্মকান্ড সম্পর্কে বক্তব্য দেন। মোঃ শাহীন মিয়া কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালনের আহবান জানান। তিনি টিএমএসএসের কর্মকান্ডে আরও গতিশীল ও বেগবান করতে মাঠ কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করার আহবান জানান। যা তাঁদের কার্যক্রমকে আরও টেকসই ও ফলপ্রসূ করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। কর্মশালায শাখা প্রধানদের সক্রিয় অংশ গ্রহণ এবং মূল্যবান মতবিনিময় কর্মশালাকে আরও সমৃদ্ধ করেছে। কর্মশালায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে জোনের কার্যক্রমের ভূমিকা, নতুন নতুন কৌশল ও প্রযুক্তি প্রয়োগ, চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জোনের টেকসই উন্নয়ন শীর্ষক এই কর্মশালাটি রংপুর জোন কেন্দ্রে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বক্তারা জোনের কার্যক্রমে উদ্ভাবনী পদ্ধতি এবং আধুনিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। অংশ গ্রহণকারীরা দলবদ্ধ আলোচনা ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে মনোনিবেশ করেন। কর্মশালার অংশ গ্রহণকারীরা বলেন, এই কর্মশালাটি তাঁদের জোনের কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে সহায়ক হবে। তাঁরা প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠ পর্যায়ে প্রয়োগ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন। অংশ গ্রহণকারীরা জানায়, এ ধরনের কর্মশালা ভবিষ্যতে আয়োজন করা হলে, তাঁদের সকল স্তরের কর্মীরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচিত হয়ে জোনাল কার্যক্রমকে আরও গতিশীল করতে পারবে। এই কর্মশালাটি কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং জাতীয় উন্নয়নে তাঁদের ভূমিকা আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD