August 5, 2025, 7:55 pm
বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৫নং রহমতপুর ইউনিয়নে (VWB) Vulnerable Women Benefit কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় নারীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফারুক আহমেদ।
এ সময় তিনি বলেন, “সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করা হচ্ছে, যাতে তারা ন্যূনতম জীবনমান বজায় রাখতে পারে।”
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এই কর্মসূচির মাধ্যমে ৫নং রহমতপুর ইউনিয়নের শতাধিক অসহায় নারী প্রত্যেকে ৩০ কেজি করে চাল পেয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।