August 5, 2025, 8:36 pm
বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর প্রাণিসম্পদ হাসপাতালের সামনে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহত কিশোরের নাম মো. রাতুল। সে স্থানীয় ভাতের হোটেল মালিক জোসনা বেগমের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিকেল আনুমানিক ৪টার দিকে দোকানের পাশেই একটি চালতা গাছের সঙ্গে মায়ের ওড়না পেঁচিয়ে সে গলায় ফাঁস দেয়।
ঘটনাস্থলের স্থানীয়রা জানান, হঠাৎ করেই তারা গাছে ঝুলন্ত অবস্থায় রাতুলকে দেখতে পান এবং দ্রুত বিষয়টি পরিবার ও আশপাশের লোকজনকে জানান। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি।
বিষয়টি তদন্ত করে দেখছে স্থানীয় প্রশাসন। এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।