August 6, 2025, 6:30 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
আশুলিয়ায় মা-দকের কা-রবার ও দে-হব্যবসা ফি-টিংবা-জদের কাছে সাধারণ মানুষ জি-ম্মি ১২জনকে আ-টক বকশীগঞ্জে ইউএনও মাসুদ রানার নে-তৃত্বে দুই শহী-দের স-মাধিতে পুষ্পস্তবক অ-র্পণ তিতাস গ্যা-সের অ-বৈধ সংযোগ বি-চ্ছিন্ন অ-ভিযানেও অতিরিক্ত চু-লা ব-ন্ধ করতে ব্য-র্থ ক-র্মকর্তারা স-ক্রিয় হচ্ছে ভ-য়ংকর চ-রমপন্থী সন্ত্রা-সী বিভিন্ন অ-পরাধমূলক ক-র্মকাণ্ড বৃ-দ্ধির আ-শঙ্কা সলঙ্গায় জুলাই বিপ্ল-বে শহী-দদের স্ম-রণে দোয়া গ-ণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষ্যে সুজানগরে জামায়াতের বিশাল গ-ণমিছিল স্বৈ-রাচারী হা-সিনার পত-নের বর্ষপূতি উপলক্ষ্যে সুজানগরে সেলিম রেজা হাবিবের নে-তৃত্বে বিশাল বিজয় মি-ছিল সুজানগরে বিএনপির উদ্যোগে বি-শাল বিজয় মিছি-ল শাজাহানপুরে রা-জনীতিতে এক নিবেদিত প্রা-ণ মোঃ আরমান মন্ডল রামগড়ে বিজ-য় র‍্যালি”তারুণ্যের প্রথম ভোট ধা-নের শীষের পক্ষে
আজও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভু-ল তালিকা হয়নি।”মেয়র ডা.শাহাদাত

আজও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভু-ল তালিকা হয়নি।”মেয়র ডা.শাহাদাত

শহিদুল ইসলাম,
বিশেষ প্রতিনিধিঃ

বাশখালীর কৃতি সন্তান, নির্লোভ ও আদর্শবান বীর মুক্তিযোদ্ধা মোজাহেরুল হক চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে মোজাহের মরজান স্মৃতি কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, “মোজাহেরুল হক চৌধুরীর মতো নির্লোভ মুক্তিযোদ্ধারাই প্রকৃত মুক্তিযোদ্ধার প্রতীক। আজও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা হয়নি। ভুয়া সনদধারীদের কারণে ইতিহাস বিকৃত হচ্ছে, যা জাতির জন্য লজ্জার।”

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা এখনও বাস্তবায়িত হয়নি। সাম্য, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা ছিল ১৯৭১ সালের লক্ষ্য, সেই লক্ষ্য এখনও অধরা। শহীদ জিয়াউর রহমানের আদর্শে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাব।”

অনুষ্ঠানে প্রয়াত মোজাহেরুল হক চৌধুরী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, ২৪ জুলাইয়ের শহীদ এবং সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মারুফুল হক চৌধুরী। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও এড. নেজাম উদ্দিন খান।

উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেনঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউছুপ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, মহানগর পিপি এড. মফিজুল হক ভূঁইয়া, জেলা জিপি আবুল কাশেম চৌধুরী প্রমুখ।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন জিয়া, মো. কামরুল ইসলাম, কামরুল ইসলাম হোসাইনী, আলহাজ্ব জাকির হোসেন, আবদুল আজিজ, লোকমান মাস্টার, এড. জাহাঙ্গীর আলম, নবাব খান, আবদুল বাতেন, ছগির আহমেদ, তৌহিদুস সালাম নিশাদ, জসিম মিয়া, হাসান উসমান চৌধুরীসহ অনেকে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD