সংবাদ সম্মেলনে অভি-যোগ: পটিয়ায় নুরুল হক হ-ত্যার আ-সামিরা প্রকাশ্যে, পরিবার শ-ঙ্কায়

মহিউদ্দিন চৌধুরী।।
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন হওয়া বৃদ্ধ নুরুল হকের পরিবার দাবি করেছে—মামলার ১৪ আসামির মধ্যে মাত্র একজনকে গ্রেফতার করা হলেও বাকি আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পরিবারটিকে হুমকি দিয়ে যাচ্ছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে পটিয়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহত নুরুল হকের ছেলে জামাল উদ্দিন এসব অভিযোগ তুলে ধরেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ৩০ মে সকাল সাড়ে ১১টার দিকে জুমার নামাজ পড়তে ঘর থেকে বের হলে পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষ কাউসারুল হক বাপ্পার নেতৃত্বে তার বাবার ওপর হামলা চালানো হয়। লোহার রড, দা ও গাছের বাটাম দিয়ে আঘাত করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। হামলায় নিহতের ছেলে, ভাই, স্ত্রী, চাচা-চাচি এবং ৯০ বছরের বৃদ্ধা মাও গুরুতর আহত হন।

ঘটনার পর পটিয়া থানায় দায়ের করা মামলায় ১৪ জনকে আসামি করা হয়। তবে এলাকাবাসীর সহযোগিতায় মো. সেলিমুল হক সেলিম নামে একজনকে গ্রেফতার করা গেলেও বাকি আসামিরা এখনো গ্রেফতার হয়নি। প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ারও অভিযোগ করেছেন তারা।

সংবাদ সম্মেলনে জামাল উদ্দিন বলেন, “আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কিন্তু কোনো আশ্বাস বাস্তবে রূপ নেয়নি। খুনিরা এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমাদের নিরাপত্তা নেই।”

তিনি খুনিদের দ্রুত গ্রেফতার, পরিবারের নিরাপত্তা নিশ্চিত, সুষ্ঠু তদন্ত ও আসামীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ প্রশাসন, র‍্যাব, জেলা প্রশাসক এবং চট্টগ্রামের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নুরুল হকের সহধর্মিনী ছেমন নাহার ও নজরুল ইসলাম প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *