August 2, 2025, 1:48 pm
এস.এম. সাইফুল ইসলাম কবির :বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও রাজনীতির বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবি এম ওবায়দুল ইসলাম বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। দলের মধ্যে চাঁদাবাজ, দখলবাজ, দুর্বৃত্তয়নের স্থান হতে পারে না। সে ক্ষেত্রে নেতৃত্বে ভাল মানুষকে নির্বাচিত করতে হবে। তা হলে সেই দলের সাংগঠনিক ভীত হবে মজবুত।
শুক্রবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল সামাদ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার মোল্লা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ আউয়াল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হোগলাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, পৌর যুবদলের আহবায়ক ফকির মিজানুর রহমান পলাশ, এ্যাড. মেহেদী হাসান ইয়াদ, বিএনপি নেতা অধ্যাপক ফায়জুল হক, শরণখোলা উপজেলা যুবদলের সভাপতি ইব্রাহিম হোসেন মোল্লা, খাউলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মো. এনামুল হক, নিশানবাড়িয়া ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক তালুকদার। সভা সঞ্চালনা করেন বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামছুর রহমান।
সভায় প্রধান অতিথি ড. এবি এম ওবায়দুল ইসলাম আসন্ন উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে প্রার্থী অধ্যাপক আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক এ্যাড. মেহেদী হাসান ইয়াদ ও সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক ফায়জুল হককে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।