গোদাগাড়ীতে মাঝি মাল্লা,শিক্ষক ও ইউপি সদস্যদের মাঝে লা-ইফ জ্যা-কেট বিতরণ

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদের সুদক্ষ তত্ত্বাবধানে শিক্ষক, ইউপি সদস্য, নৌকার মাঝে লাইফ জ্যাকেট, হতদরিদ্র ও দুর্যোগকবলিত মানুষের মাঝে টিন, নগদ অর্থ এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১৪.৫ কেজির একটি প্যাকেট, যাতে ছিল ৮টি প্রয়োজনীয় পুন্য। একইসঙ্গে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য ও অফিসে সেবাগ্রহীতাদের বসার সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক বেঞ্চ সরবরাহ করা হয়।

এ সব জনগুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন ও বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) রেজা হাসান, জেলা প্রশাসকের কার্যালয়ের উপসচিব ডিডিএলজি জাকিউল ইসলাম, উপজেলার প্রকৌশলী মনসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সুধীজন।

উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের বলিষ্ঠ ও মানবিক নেতৃত্বে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গোদাগাড়ী উপজেলাকে সুশাসন ও মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্তে পরিণত করেছে। সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলাকে মাদক মুক্ত করতে সামাজিকভাবে প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টি, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে ৯ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের যুবকদের হাতে তুলে দিচ্ছেন ফুটবল, হ্যান্ডবলসহ বিভিন্ন খেলাধুরার সামগ্রী। জনগণের পাশে থেকে দুর্দশাগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবরদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *