বায়জিদ হোসেন, মোংলাঃ
বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিগগিরই নির্বাচন কমিশন ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে না এলে বাগেরহাটের ২০ লাখ মানুষ নিয়ে ঢাকায় ইসি ভবন ঘেরাও করা হবে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে মোংলায় শ্রমিক দলের আয়োজনে সংসদীয় আসন বিভাজন ইস্যুতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রিয় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম এ হুঁশিয়ারি দেন।
এ ছাড়াও বাগেরহাট-৩ আসন বিভাজন ও বাগেরহাট-৪ আসন বিলুপ্তির ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন এ নেতা।
কেন্দ্রীয় এ নেতা আরো বলেন, ১৯৮৪ সাল থেকে বাগেরহাটে চারটি আসন রয়েছে। এটি শুধু ঐতিহাসিক নয়, সাংবিধানিক গুরুত্বপূর্ণও। ইসির এই প্রস্তাব পরিকল্পিত ষড়যন্ত্র এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মোংলা বন্দর, সুন্দরবন ও ষাটগুম্বুজ মসজিদের মতো বিশ্বঐতিহ্যের জেলা বাগেরহাট। এখানে আসন কমিয়ে দুর্বল করার চেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও জেলার চারটি আসন রক্ষা করা হবে।
শামীমুর রহমান অভিযোগ করে বলেন, এটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত ও জনবিচ্ছিন্ন করা হচ্ছে। এ ছাড়াও বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিদ্ধান্ত বাতিল না হলে বন্দরসহ পুরো শিল্পাঞ্চল অচল করে দেওয়ার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমরান হোসেন, বাবুল হোসেন রনি, শাহ আলম শেখ, যুবদলনেতা সাইফুল ইসলাম, ইমান হোসেন রিপন, মহসিন পাটোয়ারী, শ্রমিকদলনেতা জামাল হোসেন ও স্বেচ্ছাসেবক দলনেতা নুর উদ্দিন টুটুল সহ সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে মোংলা শ্রমিক সংঘ চত্বর থেকে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে শেষ হয় এবং সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
Leave a Reply