আশুলিয়ায় রাস্তা ও ড্রে-নে জ-লাবদ্ধতা নির-সনে কাজ করছেন মোর্শেদ ভূঁইয়াসহ এলাকাবাসী

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোর্শেদ আলম ভূঁইয়া ও এলাকাবাসীর উদ্যোগে জামগড়া চৌরাস্তা থেকে বাগবাড়ি রাস্তা ও ড্রেনে জলাবদ্ধতা নিরাশনে কাজ করছেন। তাদের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন শুধু রাস্তাঘাট নয়, বরং পুরো এলাকার স্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫ইং) বিকেলে উক্ত ব্যাপারে ইঞ্জিনিয়ার মোর্শেদ আলম ভূঁইয়া বলেন, আশুলিয়ায় সরকারি নয়নজুলি খালটি ফ্যান্টাসি কিংডম সহ প্রভাবশালীরা দখল করে রেখেছে এর কারণে সামান্য বৃষ্টি হলে রাস্তায় হাঁটু পানি হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ড্রেন বন্ধ হওয়ার কারণে আমরা স্থানীয় বাসিন্দা এলাকাবাসী সবাই মিলে ড্রেন সচল করার লক্ষ্যে কাজ করছি, জনস্বার্থে নয়নজুলি খালটি দখলমুক্ত করতে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

রাস্তা ও ড্রেনের সংস্কার কাজ করায় ইঞ্জিনিয়ার মোর্শেদ আলম ভূইয়াসহ সবাইকে ধন্যবাদ জানান পথচারী ভুক্তভোগী এলাকাবাসী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *