তরিকুল ইসলাম তরুন,
এলিট কারাতে পয়েন্টের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান খন্দকার।
উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সম্মানিত সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মোঃ খালেদ সাইফুল্লাহ, ভাইস-চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বী, যুগ্ম সাধারণ সম্পাদক সুফি শরফুদ্দিন চৌধুরী সোয়াদ, আইনি উপদেষ্টা অ্যাডভোকেট আলী হোসাইন, কার্যকরী উপদেষ্টা শিহাব সেলিম প্রান্তসহ সকল অভিভাবকবৃন্দ।
সভায় বিগত দিনের কর্মকাণ্ডের হিসাব-নিকাশ, অর্জন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
পরবর্তী সময়ে সংগঠনের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক যৌথভাবে কার্যনির্বাহী কমিটির সদস্যদের স্ব স্ব পদের সনদপত্র প্রদান করেন।
সভা শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যান বলেন, আপনাদের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও নিরলস প্রচেষ্টার ফলেই প্রতিষ্ঠার মাত্র সাত মাসেই আমরা এই সফলতায় পৌঁছাতে পেরেছি। ভবিষ্যতেও আপনাদের এমন আন্তরিকতা ও ভালোবাসা কামনা করছি।
Leave a Reply