ভাবখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফুল, চকলেট- পেন্সিল আর কেক কেটে শিশু বরণ উৎসব

আরিফ রববানী ময়মনসিংহ।।
শিশুদের ভালোবাসি,শিশুর চোখে বিশ্ব দেখি, ভালো মানুষ হওয়ার জন্য বিদ্যালয়ে এসো এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য নানান আয়োজনের মধ্যদিয়ে ময়মনসিংহ সদর উপজেলার ৯৩ নং ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শ্রেণির শিশু বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রাথমিক শ্রেণির শিশু বরণ উৎসবের নানা আয়োজন করা হয়। একই দিনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থীদের ‘স্বাগতম, স্বাগতম, বিদ্যালয়ে স্বাগতম’ স্লোগানে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের স্বাগতম জানান অতিথি ও শিক্ষকবৃন্দরা।পরে তাদের ফুল, চকলেট ও পেন্সিল দেওয়া হয় এবং কেক কেটে বরণ করে নেয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল বাকী,উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, আশীষ কুমার তরফদার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশু হচ্ছে কাদা মাটির মতো। আপনি যেভাবে চাইবেন, সেভাবেই সে গড়ে উঠবে। শিশুর সুন্দর ভবিষ্যৎ তৈরিতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের বিশেষ করে মায়েদের এ ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে হবে। শিশুকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন। তিনি সুন্দর ও শিশুবান্ধব অনুষ্ঠানের আয়োজনের করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এসময় তিনি -বিদ্যালয়ের শিক্ষার মান, সকল ব্যবস্থাপনা এবং শিশু বরণ উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হয়ে নিজের শিশু সন্তানকে অত্র বিদ্যালয়ে ভর্তি করানো আহবান জানান । পরে নৃত্য, গান ও অভিনয়সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে পুরুষকৃত করেন প্রধান অতিথি।

পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য এ শিশু বরণ উৎসবের সমাপ্তি ঘটে। এর আগে প্রধান অতিথিসহ আগত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন প্রধান শিক্ষক নিলুফার রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *