কুমিল্লায় এনডিএফ এর উদ্যাগে জুলাই ৩৬ পালন

কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

কুমিল্লা, ৩০ জুলাই, ২০২৫ রাতে এনডিএফ এর উদ্যাগে ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের পরিবার-পরিজনদের প্রতি সম্মান জানিয়ে কুমিল্লা মহানগরীর শিল্প কলা একাডেমির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ন্যাশনাল ডক্টরস ফোরামের জেলা সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। এতে প্রধান বক্তব্য দেন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।

ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. জহিরুল আলমের সঞ্চালনায় এবং ডা. মোহাম্মদ শাহ আলমের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মূল পর্ব শুরু হয়।
স্মারক অনুষ্ঠানে শহীদদের মা-বাবাসহ পরিবারের সদস্যদের সম্মাননার মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোমতি হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. মুজিবুর রহমান, অধ্যাপক ডা. ফজলুল হক লিটন, ডা. উম্মে কুলসুম মুনমুন, অধ্যাপক ডা. মো. মাহবুবুল ইসলাম মজুমদার,এছাড়াও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় কারী কুমিল্লা মহানগর সভাপতি আবু রায়হান।

অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় তাঁদের সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল, জুলাই বিপ্লব নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন। এতে আন্দোলনের প্রেক্ষাপট, দমন-পীড়ন, চিকিৎসাসেবা এবং শহীদদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

স্মারক অনুষ্ঠানটির মধ্য দিয়ে কুমিল্লায় শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো এবং তাঁদের পরিবারকে সম্মানিত করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল চিকিৎসক সমাজ। রাতে উপস্থিত অতিথি বৃন্দকে রাতের ভোজ করানো হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *