৪ লাখ টাকা চু-রি ২ বছর পর রহ-স্য উদঘাটন ও আসা-মী গ্রে-ফতার করলো পিবিআই

আরিফ রব্বানী,
ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকা থেকে অভিনব কৌশলে জনৈক শামছুল আলম (৬৫) নামের এক ব্যক্তির ব্যাগ থেকে ০৪ লাখ টাকা চুরির ঘটনায় ২ ০২ বছর পর রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করেছে ময়মনসিংহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ হান্নান মিয়া (৬২)। সে ঢাকার কোতোয়ালী থানার মৃত আলী মিয়ার ছেলে। তাকে গত ২৯ শে জুলাই মঙ্গলবার ঢাকার চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ময়মনসিংহ পিবিআই পুলিশ।

পিবিআই সুত্র জানিয়েছে গত ২০২২ সালের ৯,নভেম্বর দুপুর অনুমান ০১ টার সময় ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকায় পূবালী ব্যাংক থেকে শামছুল আলম টাকা উত্তোলন করে একই এলাকার জনতা ব্যাংকে লেনদেন করে। জনতা ব্যাংকে লেনদেন করার পর তার নিকট থাকা ০৪ লাখ টাকা নিয়ে ছোট বাজার লিমা প্রিন্টিং প্রেস এর সামনে আসামী মাত্রই অজ্ঞাতনামা ব্যক্তিরা তার কাপড়ে ময়লা ছিটিয়ে দেয় এবং তাদের একজন বলে আপনার কাপড়ে ময়লা কিসের। তখন সে তার নিকটে ব্যাগে থাকা ০৪ লাখ টাকা পাশে রেখে জামা কাপড় পরিষ্কার করা অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তি ব্যাগসহ ০৪ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে শামসুল আলম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-৪৫(১১)২২, ধারা- ৩৭৯ পেনাল কোড দায়ের করেন। কোতোয়ালী থানা পুলিশ তদন্ত করে বিজ্ঞ আদালতে চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করলে বিজ্ঞ আদালতের নির্দেশে পিবিআই ময়মনসিংহ জেলা মামলাটির তদন্তভার গ্রহন করে এবং এসআই(নিঃ) মোহাম্মদ বিল্লাল মিয়া তদন্তকারী কর্মকর্তা হিসেবে মামলার তদন্ত কার্যক্রম শুরু করেন।

অ্যাডিশনাল আইজিপি, পিবিআই মোঃ মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে পিবিআই, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার এর সার্বিক দিকনির্দেশনায় মামলাটির রহস্য উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তারের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ বিল্লাল মিয়াসহ পিবিআই এর চৌকস কিছু পুলিশ অফিসারদের নিয়ে
একটি বিশেষায়িত টিম গঠন করে। বিশেষায়িত এই টিম ঘটনার তারিখ ও সময়কার সংগ্রহকৃত সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে চোরের চেহারা সনাক্ত করে। তথ্য-প্রযুক্তি ও এআই এর সহায়তায় সিসি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিবিআই ময়মনসিংহের আভিযানিক টিম গত মঙ্গলবার রাতে চুরির ঘটনায় জড়িত আসামী মোঃ হান্নান (৬২), পিতা- মৃত আলী মিয়া কে বাসা নং-৯৬, নাজিম উদ্দিন রোড, চকবাজার ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

পিবিআই এর জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হান্নান ০৪ লাখ টাকা চুরি করার বিষয়ে স্বীকার করে। ৩০ জুলাই মঙ্গলবার আসামী হান্নানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে গ্রেফতারকৃত আসামী ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় নিজের অপরাধের দায় সম্পৃক্ত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

এবিষয়ে পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বলেন, প্রকাশ্যে দিবালোকে জনবহুল এলাকায় অভিনব কায়দায় চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সেবিষয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি জনাকীর্ণ এলাকায় সংঘটিত হওয়ায় প্রকৃত চোরকে সিসিটিভির ফুটেজ দেখে সনাক্ত করা কঠিন হচ্ছিলো। প্রায় ০২ বছর ধরে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত চোরকে সনাক্তপূর্বক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামী হান্নান মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ০৪ লাখ টাকা চুরি করার বিষয়ে স্বীকার করে। জানা যায় আসামী আন্তঃজেলা চোর দলের সদস্য, সে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় এইরূপভাবে চুরি করে থাকে এবং তার নামে পূর্বের একাধিক মামলা রয়েছে। আসামী হান্নান বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি প্রদান করেছে, ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করছি, মামলার তদন্ত অব্যাহত আছে, ঘটনার সাথে আর কারা কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *